রেসিপি-ছোট মাছের চচ্চড়ি রেসিপি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মজার মজার খাবার তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি সবার মাঝে উপস্থাপন করতে ভালো লাগে। ছোট মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই বিভিন্নভাবে ছোট মাছ রান্না করার চেষ্টা করি। আশা করছি আমার এই রেসিপি সবার ভালো লাগবে।
ছোট মাছের চচ্চড়ি রেসিপি:
ছোট মাছ আমাদের সবারই অনেক প্রিয়। আর ছোট মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে ছোট মাছের চচ্চড়ি করলে খেতে বেশি ভালো লাগে। কিছুদিন আগে আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি করেছিলাম। আজকে ভাবলাম একটু ভিন্নভাবে রান্না করা যাক। তাইতো শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি। আসলে এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। ছোট মাছের চচ্চড়ি একটু ঝাল ঝাল হলে খাবারের টেস্ট আরো অনেক গুণ বেড়ে যায়। আমার তৈরি করা এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগবে জানিনা তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
নাম | পরিমান |
---|---|
ছোট মাছ | ২০০ গ্রাম |
পেঁয়াজ কুচি | ২ চামচ |
রসুন কুচি | ১/২ চামচ |
জিরা গুঁড়া | ১/২ চামচ |
ধনিয়া গুঁড়া | ১/২ চামচ |
মরিচের গুঁড়া | ১/২ চামচ |
হলুদের গুঁড়া | ১/২ চামচ |
কাঁচা মরিচ | পরিমাণমতো |
লবণ | পরিমাণমতো |
সয়াবিন তেল | ৩ চামচ |
রেসিপি তৈরির ধাপসমূহ:
ধাপ-১
ছোট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি। এরপর পেঁয়াজ দিয়েছি।
ধাপ-২
এবার পরিমাণ অনুযায়ী কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়েছি। এরপর নেড়েচেড়ে ভেজে নিয়েছি।
ধাপ-৩
এবার এর মধ্যে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। এরপর হালকা একটু পানি দিয়ে মসলা ভুনা করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৪
মসলা যখন ভালোভাবে ভুনা হয়েছে তখন এর মধ্যে মাছগুলো দিয়েছি। আর সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৫
কিছুক্ষণ সময় রান্না করার পর এই ছোট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি হয়েছে। যেহেতু ছোট মাছগুলো খুব দ্রুতই সেদ্ধ হয় তাই ভুনা করার সময় ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে দ্রুতই রান্না হয়ে যায়।
উপস্থাপনা:
ছোট মাছের চচ্চড়ি খেতে দারুন লাগে। আর এভাবে যদি একটু ঝাল ঝাল ভাবে ছোট মাছের চচ্চড়ি করা হয় তাহলে অন্যরকমের টেস্ট হয়। আমিতো এই খাবারটি ভীষণ পছন্দ করি। গরম ভাতের সাথে ছোট মাছের চচ্চড়ি হলে আর কিছুই লাগেনা। ছোট মাছ যেভাবেই রান্না করা হোক না কেন ছোট মাছ খেতে সব সময় ভালো লাগে। বিভিন্ন প্রকারের সবজি দিয়ে রান্না করলে যেমন খেতে ভালো লাগে তেমনি ছোট মাছের চচ্চড়ি করলেও খেতে ভালো লাগে। আশা করছি আমার এই রেসিপি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
ছোট মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং চোখের জন্য। যদিও কাটার জন্য আমি একটু কম পছন্দ করি। তবে মাঝেমধ্যে খেতে ভালই লাগে। আপনার রেসিপির কালার টি দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য।
ছোট মাছ চোখের জন্য অনেক বেশি উপকারী। ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। এই খাবারটি খেতেও দারুন হয়েছিল আপু।
https://x.com/Monira93732137/status/1878089505628107183?t=947gj4l5KOn2aePNl4bDBQ&s=19
ছোট মাছ আমার খুব পছন্দ। আর ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই মাছগুলো খুব সুস্বাদু হয়। এভাবে করে ছোট্ট মাছের চচ্চড়ি রান্না করলে খেতে অনেক মজাদার হয়। এরকম মজাদার রেসিপি হলে এক থালা ভাত নিমেষে খেয়ে নেওয়া যায়। সুন্দর একটি মজাদার রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।
ঠিক বলছেন আপু ছোট মাছের পুষ্টিগুণ বেশি। আর খেতেও ভালো লাগে। ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক মজার হয়েছিল।
পুষ্টিকর খাবারের রেসিপি শেয়ার করেছেন। ছোট মাছ আমাদের শরীরের জন্য উপকারী। ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ মজাদার লাগে। আপনার রেসিপি পরিবেশন দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। এধরনের খাবার গুলো দিয়ে জমিয়ে খাওয়া যায়। আপনার রেসিপি পোস্ট দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
আমার তৈরি করা রেসিপি দেখে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। খেতে খুবই মজার হয়েছিল। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
ছোট মাছের মধ্যে এই মাছগুলো খেতে আমি খুব পছন্দ করি। ঠিক বলেছেন আপু ছোট মাছের চচ্চড়ি একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। তাছাড়া ছোট মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু লাগে। ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আপনি শুধু পেঁয়াজ দিয়ে খুব সুন্দর ভাবে ছোট মাছের চচ্চড়ি তৈরি করেছেন। আপনার রেসিপির কালার খুব সুন্দর এসেছে। আপনার উপস্থাপনাও লোভনীয় দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক মজার হয়েছিল। এই খাবারটি খুবই পুষ্টিকর। মাঝে মাঝেই এভাবে রান্না করা হয় আপু।
এই ছোটমাছ গুলো এমনিতে চচ্চড়ি করলে যেমন মজা লাগে তেমনি আলু বেগুন দিয়ে চচ্চড়ি করলেও খুব ভালো লাগে। তবে আপনি খুব লোভনীয় ভাবেই তৈরি করেছেন। দেখেই লোভ লেগে গেল আপু। গরম ভাতের সাথে খেতে এটা অনেক বেশি মজা হয়।
কয়েকদিন আগে আলু বেগুন দিয়ে রান্না করা হয়েছিল। তাই এবার শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি আপু। খেতে খুবই মজার হয়েছিল।
ছোট মাছের রেসিপি মানেই এক লোভনীয় রেসিপি। আপনি ছোট মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি একদম ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেসিপি টি তৈরি সম্পন্ন করেছেন। অসাধারণ হয়েছে আপু আপনার তৈরি করা রেসিপি টি।
আমার তৈরি এই রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আসলে সত্যি বলতে আমি ছোট মাছ ভীষণ পছন্দ করি। আপনি ছোট মাছের চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আপনি সব উপাদান পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করেছেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল।
ছোট মাছ খেতে আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাইয়া। ছোট মাছ খেতে সবাই কমবেশি পছন্দ করে।
ছোট মাছ যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু। আমার তো ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে।অসাধারণ সুন্দর করে রান্না করেছেন চচ্চড়ি যা দেখেই লোভ লেগে যাচ্ছে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
আপু আমি চেষ্টা করেছি পুষ্টিকর একটি খাবারের রেসিপি শেয়ার করার। খেতেও দারুন হয়েছিল। আমার ভীষণ ভালো লেগেছিল আপু।