সময়ের সাথে সাথে মানুষের দায়িত্ব বেড়ে যায়। যে কাজগুলো একটা সময় অনেক অপছন্দের থাকে সেই কাজগুলো কোন একটা সময় গিয়ে বারবার করতে হয়। অন্যের দায়িত্ব নিতে হয়। অন্যের পছন্দের খাবার তৈরি করে সামনে দিতে হয়। সবকিছু শুধু সময়ের ব্যবধান। এটা অবশ্য ঠিক আপু এখন ভালোই আছেন।