সত্যি আপু ছোট মামনির বন্ধুত্বের গল্পটা পড়ে নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। ফ্রাঙ্কিকে সে অনেক মিস করেছে। আসলে বেস্ট ফ্রেন্ড যদি স্কুলে না যায় তাহলে স্কুলে মন বসানো মুশকিল হয়ে যায়। অবশেষে সে আবারো ফিরে এসেছে এটা জেনে ভালো লাগলো। আপু আপনি মেয়েদেরকে কারো বাসায় যেতে এলাও না করে একদম ঠিক ডিসিশন নিয়েছেন আপু। কারো বাসায় যাওয়াটা আমার কাছেও খুব একটা ভালো মনে হয় না।