ইন্টারনেট বিহীন জীবন সত্যি অনেক বিরক্তিকর ছিল। আর বান্ধবীর সাথে ছাদে সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো আপু। তবে ৭ তলার উপরে ছাদ হলে আমি তো জীবনেও উঠতাম না আপু। আর আপনি বলছেন আপনি অলস। মোটেও না, আপনি একদম অলস নন। আপনি অনেক পরিশ্রমী একজন মানুষ। ফটোগ্রাফি গুলো সত্যিই দারুণ হয়েছে। আর আকাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি।