দাদা খুব শীঘ্রই ঘরে বৌদিকে নিয়ে আসুন তাহলে সব অলসতা দূর হয়ে যাবে। বৌদি একেবারে সব অলসতা দূর করে দিবে। সাথে দৌড়ের উপরও রাখবে🤣🤣। বাটা মাছ খেতে আমারও বেশ ভালো লাগে। ঝাল ঝাল বাটা মাছ ভুনা আমার বেশ পছন্দের। তবে সরিষাবাটা দিয়ে কখনো বাটা মাছ খাওয়া হয়নি। আজকে আপনার লেখাগুলো পড়ে নতুন একটি আইডিয়া পেলাম দাদা। আর পেঁপে তো আমাদের সবারই অনেক পছন্দের সবজি। কারণ পেঁপে পুষ্টিগুণে ভরপুর। এছাড়া কাঁচা পেঁপের তরকারি হজমের জন্য বেশ উপকারী। কাঁচা পেঁপে দিয়ে মাছ রান্না করলে খেতে যেমন ভালো লাগে তেমনি শরীরের জন্য ভীষণ উপকারী। দাদা আপনি এত সুন্দর করে মজার এই রেসিপি তৈরির পদ্ধতি আমাদের সবার মাঝে তুলে ধরেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।
তাহলে তো খুব ভালো হয়। দেখি কবে তাকে আনতে পারি😂😂।