You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৭ ||ডাই কন্টেস্ট: কাগজ/কাপড় দিয়ে ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগlast year

ছোটবেলায় দেখতাম আম্মু বিভিন্ন রকমের ওয়ালমেট তৈরি করে ঘরে সাজিয়ে রাখত। কাপড় কেটে কেটে ফুল লতা পাতা এসব তৈরি করত। আর সুন্দর করে ওয়ালমেট বানাতো। সেই সময় আমারও ইচ্ছে করতো ওয়ালমেট বানানোর। কিন্তু তখন আর সেটা করা হয়ে ওঠেনি। আর সময়ের সাথে সাথে সেই স্মৃতিগুলো হারিয়ে গেছে। আর ইচ্ছে গুলোও বিলীন হয়ে গেছে। এখন বাজারে বিভিন্ন রকমের ওয়ালমেট কিনতে পাওয়া যায়। আর সেই ওয়ালমেট গুলোর ভিড়ে নিজের হাতে তৈরি সেই ওয়ালমেট গুলো এখন হারিয়ে গেছে। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে হাতে তৈরি সুন্দর সুন্দর সব ওয়ালমেট গুলো দেখতে পাবো। আমিও চেষ্টা করব কাপড় দিয়ে সুন্দর করে তৈরি করে উপস্থাপন করার জন্য। দারুন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দিদি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.037
BTC 101240.39
ETH 3151.74
SBD 3.94