RE: মুভি রিভিউ: জুরাসিক ওয়ার্ল্ড:ফলেন কিংডম
"জুরাসিক ওয়ার্ল্ড:ফলেন কিংডম" মুভি রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। একেবারে ভিন্ন রকমের একটি মুভি ছিল। যদিও ইংলিশ মুভি খুব একটা দেখা হয় না। তবে এই মুভিটি মনে হচ্ছে বেশ আকর্ষণীয় ছিল। এক প্রজাতির প্রাণীর ডিএনএ দিয়ে অন্য প্রজাতির প্রাণী তৈরি করা সত্যি অনেক ভয়ঙ্কর কিছু ছিল। আসলে প্রকৃতি গতভাবে যে প্রাণীর জন্ম হয় সেটা সবসময় আলাদা হয়। আর কোন কিছু যদি কেউ সৃষ্টি করতে চায় সেটা অনেক বেশি ভয়ংকর হয়। ডায়নাসোরের ব্লু নামের একটি প্রজাতি ধ্বংসের পথে যাচ্ছিল বলেই তারা এটা দিয়ে অনেকটা অসৎ ব্যবসা করতে চেয়েছিল। আসলে লোভের কারণেই এমনটা হয়েছে। অনেকগুলো প্রাণী মৃত্যুর মুখে পড়ে গিয়েছে। গ্যারি উইকস সবকিছু নিজের মতো করতে চেয়েছিল। তাই তো ডাইনোসরকে ছোট থেকেই ট্রেনিং দিত এবং তারা বড় হয়েও তাকে চিনতো। কিন্তু তাদের ভাবা উচিত ছিল ডিএনএ দিয়ে নতুন প্রানী তৈরি করা খুবই ভয়ঙ্কর এবং বিপদজনক ছিল। ভিন্ন ধরনের একটি মুভি রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে পড়ার সুযোগ দিয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।