ভিসা যখন হাতে পেয়েছেন তাই চট করে একবার ইন্ডিয়ায় ঘুরে আসুন ভাইয়া। তাহলে ভালো লাগবে। আসলে সরকারি দপ্তর গুলোর কাজে কোন গ্যারান্টি নেই। কখন জ্যাম থাকে আর কখন তারা গল্প করে এটা বোঝার ক্ষমতা জনগণের নেই। 😅
ভিসা যখন হাতে পেয়েছেন তাই চট করে একবার ইন্ডিয়ায় ঘুরে আসুন ভাইয়া। তাহলে ভালো লাগবে। আসলে সরকারি দপ্তর গুলোর কাজে কোন গ্যারান্টি নেই। কখন জ্যাম থাকে আর কখন তারা গল্প করে এটা বোঝার ক্ষমতা জনগণের নেই। 😅
সত্যি বলতে ইন্ডিয়া আর যেতে ইচ্ছে করেনা আপু। মন টানে না অতোটা। এর আগের ভিসা তে একবারও যাই নি,, এটা তেও যাওয়া হবে কিনা ঠিক নেই। সত্যি বলতে আমাদের এক আত্মীয়ের অসুস্থতার জন্যই ভিসা টা করতে দিয়েছিলাম। তাছাড়া করতেই দিতাম না। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।