RE: ওয়েব সিরিজ রিভিউ: হোমস্টে মার্ডারস- চেক আউট ( পর্ব ৬ )
'হোমস্টে মার্ডারস' ওয়েব সিরিজটির অন্তিম পর্ব বা ষষ্ঠ পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। দেখতে দেখতে আমরা শেষ পর্বে চলে এলাম। তবে এই ওয়েব সিরিজের গল্পটি কিন্তু বেশ দারুন ছিল। খুনের রহস্য উন্মোচন এবং খুনিকে খুঁজে বের করা সত্যিই অনেক কঠিন ছিল। দামিনীর চতুরতা এবং দক্ষতা সবকিছুকে সহজভাবে সমাধান করতে সহায়তা করেছে। দামিনী খুবই দক্ষতার সাথে সবকিছু হ্যান্ডেল করেছে। আসলে দামিনী গভীর ভাবে এই কেসটি হ্যান্ডেল করার চেষ্টা করেছে এবং পুরো বিষয় ভালোভাবে স্টাডি করেছিল। তাই তো সব রহস্য খুব সহজেই উন্মোচন করে ফেলেছে। দামিনী অনেক চালাকির সাথে কিঞ্জলের সব রহস্য খুঁজে বের করেছে এবং তাকে ধরে ফেলেছে। সবকিছুর পেছনে কি রহস্য ছিল তা সামনে তুলে ধরেছে। সত্যি দাদা আপনি একদম ঠিক বলেছেন রিভিউ পড়ে কোন কিছুর মূল কনসেপ্ট ভালোভাবে বুঝতে পারা যায় না। আমি সময় পেলে অবশ্যই এই ওয়েব সিরিজটি দেখে নেব। আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ দাদা দারুন একটি ওয়েব সিরিজের রিভিউ সবার মাঝে উপস্থাপন করার জন্য।