হোলি এসেছে অথচ রং খেলবেন না তা কি করে হয়। তাইতো আপনার বোন আপনাকে আবির মাখিয়ে দিয়েছে। আসলে অনেক সময় এলার্জির কারণে অনেকের সমস্যা হয়। তবুও একটা দিন সবাই মিলে আনন্দ করার মাঝে আলাদা রকমের ভালো লাগা আছে। যাই বলুন না কেন দাদা হিন্দুর সম্প্রদায়ের পালন করা এই উৎসবটি আমার কাছে ভীষণ ভালো লাগে। সবাই মিলে হোলি খেলা এবং আবির মাখানো সত্যি দারুন একটি বিষয়। স্কুল কলেজ জীবনে হয়তো আনন্দের পরিমাণ আরো বেড়ে যায়। আসলে বয়সের সাথে সাথে কেন জানি সবকিছু থেকে আমরা সরে আসতে শুরু করি। একটা সময় যেই বিষয়গুলোর উপর অনেক আগ্রহ ছিল পরবর্তীতে সেই বিষয়গুলোর বিশেষ দিনগুলোই মনে রাখতে পারি না। মনে হয় বুড়ো হয়ে যাচ্ছি দাদা 🤪। আমাদের এখানে পহেলা বৈশাখে এভাবে রং মাখানো হয়। যাই হোক যেহেতু ফোন নিয়ে বের হননি তাইতো রং খেলার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করতে পারলেন না। আশা করছি পরের বছর রং খেলবেন এবং পাশে থাকবে আমাদের মিষ্টি বৌদি 😃😃।