যখন আমরা ব্যস্ত থাকি তখন একটুখানি অবসরের ছোঁয়া পেতে চাই। কিন্তু যখন ব্যস্ততা থাকে না তখন সময় আর কাটতে চায় না। একঘেয়েমি জীবন তখন আর ভালো লাগেনা। আসলে ব্যস্ততা জীবনে আছে বলেই হয়তো আমরা ভালো আছি। ব্যস্ততার মাঝেও সব সময় ভালো থাকুন এবং হাসি খুশি থাকুন এই প্রত্যাশাই করি। অনেক অনেক ভালোবাসা রইলো আপু।♥️♥️
একদম তাই,খালি বসে থাকলে প্রচন্ড বিরক্তি আর আলসেমী চলে আসে।