ছোটবেলায় ডিসেম্বর মাস এলেই ঈদের দিনের আনন্দ পেতাম। পরীক্ষা শেষ সবাই ছুটিতে গ্রামের বাসায় বেড়াতে আসতো। আমরাও তখন গ্রামের বাসায় যেতাম। সবাই মিলে কি যে আনন্দ করতাম সেটা বলে বোঝানোর মত নয়। তবে এখনকার সময়কার বাচ্চারা ফোনেই বেশি আসক্ত। বিভিন্ন ধরনের গেমস খেলতেই তারা ব্যস্ত। আজকাল আর সেই আমেজ তোদের মাঝে নেই। তবে ফ্রি ফায়ার গেম খেলার সময় সবাই যে নিজে নিজে কেন বকবক করে এই বিষয়টা আমিও বুঝতে পারি না। আমি তো প্রথম প্রথম ভাবতাম হয়তো অপরপ্রান্ত থেকে কেউ কিছু বলে 😅😅😅।