খালেক চাচার অসুস্থতার কথা জেনে সত্যি খারাপ লাগলো ভাইয়া। এই মানুষটির সাথে আমরাও বেশ পরিচিত। বেশ কয়েকবার উনাকে নিয়ে আপনি লিখেছিলেন। আসলে কখন কে অসুস্থ হয়ে পড়ছে বোঝাই যাচ্ছে না। কিডনি জনিত সমস্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে। আসলে এই সমস্যাগুলো বড়ই জটিল। আমি বেশ কিছুদিন থেকেই কিডনির পাশে ব্যথা অনুভব করছি। দীর্ঘদিন ওষুধ খাওয়ার পর প্রায় দুই মাস ভালো ছিলাম। এরপর আবার শুরু হয়েছে। জানিনা কি হবে। তবে যাই হোক চাচা যেন সুস্থ হয়ে ওঠেন এই প্রার্থনাই করি। আর কারো জন্য অপেক্ষা করলে সময় সত্যি অনেক দীর্ঘ হয়ে যায় ভাইয়া।
আসলেই আপু তার কথা ভেবে বেশ ভালোই খারাপ লাগছে। ভদ্রলোকটার জন্য ভালোই মন পস্তাচ্ছে।