খাবারের ছবি তুলতে ভুলে গিয়েছেন ভালই হয়েছে। একা একা খাবেন আমাদের তো আর দাওয়াত দিবেন না। যাই হোক ভাইয়া আপনার মেসের খেলা যেহেতু আসছে না তাহলে তো বেশ সমস্যার মধ্যে পড়েছেন। আর প্রত্যেকটি জিনিসের দাম এতটা বেড়ে গেছে যেটা বলার মত নয়। সবগুলো পণ্যের দাম ডাবল দাম হয়ে গেছে।
হিহিহিহি,, মাথায় এত বুদ্ধি আসে কি করে 😀। বাজারের সব কিছুর দাম শুনলে তো আজকাল হার্ট এ্যাটাক হয়ে যাওয়ার মত অবস্থা হয় আপু। কিভাবে যে বেচেঁ আছি ঈশ্বর জানেন শুধু।