সকাল বেলার ঘুমটা কেনো জানি এতো মজা লাগে! এই মজা লাগার একটা কারণ আছে, কি বলেন তো?
ছোটবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে মা বকা দিতেন। আর এখন সকাল বেলায় ঘুমানোর জন্য বকা দেয়🤪। সময় যেমন পাল্টে যায় তেমনি আমাদের অভ্যাসগুলোও পাল্টে যায়। কি অদ্ভুত আমরা। যখন ঘুমানোর প্রয়োজন তখন ঘুমাই না অথচ সব ঘুম এসে সকালবেলায় আমাদের উপর ভর করে। মনে হয় যেন এইমাত্র ঘুমালাম। আসলে রাত জাগার কারণে হয়তো সবার এমনটা হচ্ছে। তবে আপু আপনার যেহেতু খুব সকালে বাসা থেকে বের হয়ে যেতে হয় তাহলে তো বেশ সমস্যার মধ্যেই আছেন।
হ্যা একদম সব পালটে গিয়েছে,সে সাথে পাল্টেছে ভালো অভ্যাসগুলো।