বহুদিন রাতে ঘুম হয়নি,
পড়েনি তো চোখে সুখের একটিও পলক ।
কেউ ছিলো না তো এ জীবনে,
তাই স্বপ্নও দেখা হয়ে ওঠেনি কখনো ।
অসাধারণ লিখেছেন দাদা। সত্যি কথা বলতে মাঝে মাঝে স্বপ্ন দেখতে ভয় লাগে। যদি স্বপ্ন ভেঙ্গে যায় সেই ভয়ে হয়তো মাঝে মাঝে ঘুমোতে ইচ্ছে করেনা। হয়তো ঘুমের ঘোরে নানান সুখের স্বপ্নগুলো হৃদয়ে এসে দোলা দিবে। তবে সুখ যে সবার কপালে নেই সেটা আমি বুঝে গেছি। তাই তো সেই সুখের স্বপ্ন দেখতে চাই না কখনো। কারণ কিছু কিছু স্বপ্ন আছে শুধু কষ্ট দিয়ে যায়।