RE: কাঁচ কলা দিয়ে শোল মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি
কাঁচ কলা অনেকদিন খাওয়া হয় না আর তারপর এই গরমে কাঁচ কলা খেতে খুব ইচ্ছা করছিলো।
দাদা আমারও বেশ কিছুদিন হয়ে গেল কাঁচা কলা খাওয়া হয় না। আজকে এই কাঁচা কলা ও শোল মাছের মজার রেসিপি দেখে মন চাচ্ছে এখনই রেসিপি তৈরি করে ফেলি। তবে দুঃখ একটাই ফ্রিজে শোল মাছ নেই। তাই আপনার তৈরি করা মজাদার রেসিপি চেয়ে চেয়ে দেখছি আর আফসোস করছি😋😋 । কাঁচা কলা খেতে যেমন আমি পছন্দ করি তেমনি শোল মাছও আমার অনেক প্রিয়। এর আগেও আপনার শোল মাছের রেসিপি আমি দেখেছি। তবে দাদা কাঁচা কলা দিয়ে শোল মাছের রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে। সেরা রাধুনির সেরা রান্না আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। সত্যি দাদা অসাধারণ হয়েছে আপনার এই রেসিপি। আপনি হচ্ছেন আমাদের সেরা রাঁধুনি। দাদা এভাবেই মজার মজার রেসিপি শেয়ার করুন এবং আমাদেরকে শেখান এই প্রত্যাশাই করছি। 🥰🥰