RE: আমার বাংলা কবিতা "অপেক্ষায় কাটে দিন, কাটে রাত"
তবে কেন দূরে থাকো, কেন গুটিয়ে রাখো নিজেকে ?
ভালোবাসার ডালি সাজিয়ে রেখে বসে আছি ।
কখন আসবে কাছে ? কখন বলবে ভালোবাসি ?
এসো প্রিয়, ভালোবাসায় ভরিয়ে তোলো
এ শূন্য হৃদয় ।
ভালোবাসার সেই শূন্যতাকে পূর্ণ করে দিতে ভালোবাসার মানুষটি আজ দূরে। হয়তোবা ভালোবাসার পরীক্ষা সেই প্রিয় ভালোবাসার মানুষটিকে দূরে সরিয়ে দিয়েছে। কিছু কিছু ভালোবাসা আছে পূর্ণতার চেয়ে অপূর্ণতার মাঝেই বেশি সুখ খুঁজে নেয়। তাইতো সে আজ অনেক দূরে অথবা সে গুটিয়ে রেখেছে নিজেকে। কারন সে দুর থেকে ভালবাসতে চায়। ভালোবাসা শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয়। কোথায় আছে প্রিয় মানুষটিকে পাওয়ার মাঝেই শুধু ভালোবাসা লুকিয়ে থাকে না প্রিয় মানুষটিকে দূর থেকে ভালোবাসার মাঝেও অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। কাছে এসে দুটি হৃদয়ের মিলন না হলেও দুটি হৃদয়ে জমানো ভালোবাসা সারাজীবন রয়ে যায়। হয়তো সেই হৃদয়ের ব্যাকুলতা দুটি হৃদয় অনুভব করতে পারে। কিন্তু ব্যাকুলতা কে রঙিন স্বপ্নে রূপান্তরিত করতে পারে না। হয়তো সেই স্বপ্নগুলো শুধুই স্বপ্ন হয়ে যায়। রঙিন স্বপ্নগুলো যেমন আমাদের জীবনের বেঁচে থাকার অনুপ্রেরণা তেমনি প্রিয় মানুষটি যখন নিজেকে গুটিয়ে দূরে সরে যায় তখন তার ভালবাসার মধুর স্মৃতিগুলো আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। এভাবেই হয়তো প্রিয় মানুষগুলো দূরে গিয়েও হৃদয়ের কোণে জায়গা করে নেয়। হয়তো সেই প্রিয় মানুষের প্রতীক্ষায় দিন রাত কেটে যায়। তবুও কি সে আসবে কোন দিন ফিরে তা আমরা কেউ বলতে পারিনা। হয়তো আসবে না হয়ত সেই সাজানো ভালোবাসার ডালি চিরকাল অন্তরে কাঁটা হয়ে বিঁধবে। তবুও আমরা দূর থেকে ভালোবেসে যাব। তবুও আমরা প্রতীক্ষায় থাকবো কবে আসবে সে। এসে বলবে এসো প্রিয় ভালোবাসায় ভরিয়ে দেই শূন্য হৃদয়।