RE: টঙ্গের চায়ে কিছু সময় ||@shy-fox 10% beneficiary
সত্যি বলতে কি, এই এখন থেকে দশ বছর আগেও বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করে যে শান্তি পেতাম , এখন আর সেই শান্তি পাই না। এখন সংসারের মায়ায় পড়ে গেছি, অনেক পিছুটান কাজ করে । চাইলেও আর আগের মতো সময় বের করতে পারিনা । সত্যি জীবনটা পাল্টে গিয়েছে, হয়তো সেটা সময়ের পরিক্রমায় ।।
আপনি একদম ঠিক বলেছেন সময়ের পরিক্রমায় আমাদের জীবন পাল্টে যাচ্ছে। আমাদের জীবনের চলার পথ, হাসি-আনন্দ সবকিছুই সময়ের সাথে সাথে পাল্টে গেছে। পুরনো স্মৃতিগুলো আজকাল খুব মনে পরে। সকলের সাথে আড্ডা দেওয়া, খেতে যাবা সেগুলো খুবই মিস করি। কিন্তু সেই সময়টা আর হয়ে ওঠে না। আর যদিও সেই সময় হয়ে ওঠে এখন আর বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব একটা ভালো লাগে না। কেনো জানি নিজেকে গুটিয়ে নিয়েছে। হয়তোবা সময়ের পরিবর্তনের কারণে নিজেরও পরিবর্তন হয়েছে। আগে যে বিষয়গুলো খুবই ভালো লাগত বা ঘুরতে যেতে ভালো লাগত এখন কেন জানি সেই চিরচেনা ভালোলাগা গুলো অচেনা হয়ে গেছে। হয়তো সবই সময়ের পরিক্রমা। সময় বড় কঠিন জিনিস। জীবনের গতিপথের সাথে সাথে আমাদের চলার পথ গুলো বদলে যায়। সেই চলার পথের দিশা খুঁজতে গিয়ে আমরা জীবনের দ্বারপ্রান্তে পৌঁছে যাই। হয়তো এভাবেই আমাদের ছোট এ জীবন চোখের পলকেই শেষ হয়ে যায়। তবে যাই হোক আপনি আপনার এতো ব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করে আপনার পুরনো দিনের বন্ধু ও ছোট ভাইদের সাথে চা খেতে গিয়েছেন ও আড্ডা দিয়েছেন এটা জেনে ভালো লাগলো। আশা করছি আপনি সেই মুহূর্তটি খুবই উপভোগ করেছেন। এভাবেই কাটুক আপনার প্রতিটি মুহূর্ত এই কামনাই করছি।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল ।