Diy- ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ওয়ালমেট শেয়ার করতে যাচ্ছি। ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। সব সময় রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করা হয়। আজকে ভাবলাম ভিন্ন কিছু শেয়ার করি ।তাই ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি সবার ভালো লাগবে।


ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি:

IMG_20240902_224827.jpg
Device-OPPO-A15
IMG_20240902_224748.jpg
Device-OPPO-A15


ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। আসলে যখন নিজের ঘর সাজানোর জন্য কোন তৈরি করা হয় তখন দেখতে ভালো লাগে। সব সময় চেষ্টা করি নতুন কিছু করার। আর নতুন কিছু করতে গেলে নতুন রকমের অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হয়। আমি যখন প্রথমবার ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করছিলাম তখন প্রথমে একটু অসুবিধা হচ্ছিল। এরপর দেখতে কিন্তু ভালোই লাগছিল। সত্যি কথা বলতে বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আমি এই ওয়ালমেট ঘরে সাজিয়ে রেখেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই ওয়ালমেট তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. ক্লে।
৩. কলম।

IMG20240902111200.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20240902111510.jpg
Device-OPPO-A15
IMG20240902111545.jpg
Device-OPPO-A15


ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে হলুদ রঙের কাগজ নিয়েছি। এরপর কলম দিয়ে দেয়ালের অংশ অঙ্কন করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20240902111743.jpg
Device-OPPO-A15
IMG20240902112829.jpg
Device-OPPO-A15


এবার দেয়ালের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যাতে করে এই ওয়ালমেট দেখতে ভালো লাগে।


ধাপ-৩

IMG20240902113027.jpg
Device-OPPO-A15
IMG20240902113259.jpg
Device-OPPO-A15


এবার দেয়ালের পাশে একটি গাছ তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20240902113529.jpg
Device-OPPO-A15
IMG20240902113847.jpg
Device-OPPO-A15


এবার গাছ তৈরি করা হয়ে গেলে সুন্দর করে দেয়ালের সাথে একটি জানালা তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20240902114138.jpg
Device-OPPO-A15
IMG20240902114210.jpg
Device-OPPO-A15


ঘরের জানালা সুন্দর করে তৈরি করেছি যাতে দেখতে ভালো লাগে। এবার সবুজ পাতা তৈরি করার প্রস্তুতি নিয়েছি।


ধাপ-৬

IMG20240902114247.jpg
Device-OPPO-A15
IMG20240902114429.jpg
Device-OPPO-A15


ক্লে ব্যবহার করে সবুজ পাতা তৈরি করেছি আর এই ওয়ালমেট দেখতে সুন্দর করার চেষ্টা করেছি।


ধাপ-৭

IMG20240902114925.jpg
Device-OPPO-A15
IMG_20240902_122835.jpg
Device-OPPO-A15


ধীরে ধীরে ফুলগুলো সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে। এরপর নিচের দিকে কিছু ঘাস তৈরি করেছি।


শেষ ধাপ

IMG_20240902_123220.jpg
Device-OPPO-A15


ওয়ালমেটের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য অন্যান্য কাজগুলো করেছি আর এই সুন্দর তৈরি করেছি।


উপস্থাপনা:

IMG_20240902_125550.jpg
Device-OPPO-A15


ক্লে ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট গুলো এর আগে সেভাবে তৈরি করা হয়নি। প্রথমবার নতুন কিছু করার চেষ্টা করেছি। জানিনা আমার তৈরি করা ওয়ালমেট আপনাদের কেমন লেগেছে। তবে বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগছিল।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 months ago 

এত সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন দেখে তো খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগুলো তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর হয়। আর এগুলো ঘরে সাজিয়ে রাখলে তো আরো সুন্দর লাগে। আপনার ক্লের কালার টা আরো বেশি সুন্দর। যার কারণে এটি তৈরি করার পর আরো সুন্দর লাগছে। ঘরে সৌন্দর্য বেড়ে যাবে যদি আপনি এটা ঘরে সাজিয়ে রাখেন। অনেক সুন্দর হয় আপনার হাতের কাজগুলো।

 2 months ago 

ওয়ালমেট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। এই ধরনের কাজ গুলো ভালোভাবে করতে পারলে দেখতেও ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে নিলেন আপু। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে তৈরি করা জিনিসের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি খুব সুন্দর ভাবে তৈরি করলেন ওয়ালমেট। এত সুন্দর একটি ওয়ালমেট ঘরে সাজিয়ে রাখলে বেশ সুন্দর দেখাবে। অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

আপু আমি চেষ্টা করেছি সুন্দর একটু ওয়ালমেট তৈরি করার। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 months ago 

ক্লে ব্যবহার করে কোনো কিছু তৈরি করা হলে, দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। খুবই দারুণভাবে আপনি এই ওয়ালমেটটি তৈরি করেছেন। আপনার তৈরি করা এই সুন্দর ওয়ালমেট আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপু। এরকম ওয়ালমেটগুলো ঘরের দেয়ালে লাগালে দেখতে অনেক ভালো লাগে। তেমনি এই ওয়ালমেটটিও আপনি ঘরের দেয়ালে লাগালে সৌন্দর্য বেড়ে যাবে। গাছ এবং গাছে ফুল দেওয়ার কারনে বেশি সুন্দর লেগেছে এটা আমার কাছে। এক কথায় অসাধারণ ছিল পুরোটা।

 2 months ago 

ক্লে দিয়ে কোন কিছু বানাতে আমার খুবই ভালো লাগে। তাই তো আমি চেষ্টা করেছি আপু। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।

 2 months ago 

ক্লে দিয়ে খুব সুন্দর একটি আর্ট করে দেখানোর চেষ্টা করেছেন আপনি। বেশ দারুণ হয়েছে আপনার এই আর্ট করা। এমন ডাই জাতীয় পোস্টগুলো আমি খুবই পছন্দ করি‌। প্রথমে পেপার এর উপরে দাগ টেনে নিয়েছেন এরপরে ক্লে দিয়ে গাছ তৈরি করেছেন এবং সেখানে ফুল ফুটানোর দৃশ্য উপস্থাপন করেছেন ক্লে দিয়ে। সব মিলে বেশি দারুণ হয়েছে আপনার এই পোস্ট।

 2 months ago 

ক্লে দিয়ে এই ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লেগেছে। তাই নতুন কিছু করার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য এবং মন্তব্য করার জন্য।

 2 months ago 

প্রথমবার যে কোন কাজ করতে গেলে একটু সমস্যা হবে এটাই স্বাভাবিক ব্যাপার। আপনি ক্লে দিয়ে অনেক চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন দেখে ভালো লাগছে। ঘরের জানালার সাথে যদি এমন ফুলের গাছ হয় তাহলে সত্যিই চমৎকার হয়। অনেক সুন্দর একটি আর্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া প্রথম প্রথম কোন কাজ করতে গেলে একটু সমস্যা হয়। তবুও আমি চেষ্টা করেছি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার।

 2 months ago 

ক্লে দিয়ে যেকোন জিনিস বানালে দেখতে অনেক ভালো লাগে। আপু জাস্ট অসাধারণ হয়েছে ক্লে দিয়ে ওয়ালমেটটি । দেখে একদম মনে হচ্ছে সত্যিকারের বাড়ির পাশে জানালা আর তার পাশে চমৎকার একটি গাছ। জানালা আর গাছ সব মিলিয়ে অনেক সুন্দর করে তৈরী করেছেন। দেখতে অনেক আর্কষণ লাগছে।

 2 months ago 

ক্লে দিয়ে কোন কিছু বানাতে অনেক ভালো লাগে। তাই নতুন কিছু করতে ভালো লেগেছে। আর জানালাটা সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছি আপু।

 2 months ago 

বাহ আপু আপনি বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ অসাধারণ লেগেছে। এত সুন্দর ভাবে হাতের কাজের মাধ্যমে তৈরি করেছেন যা দেখে চোখ ফেরাতে পারছি না। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ওয়ালমেট তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ক্লে দিয়ে দারুন ওয়ালমেট তৈরি করেছেন আপু। কালারফুল হওয়ার কারণে খুব ভালো লাগছে দেখতে। পুরা ওয়ালমেট টা দারুন ভাবে তৈরি করেছেন। ভালো লাগলো আপনার আজকের এই ডাই প্রজেক্ট দেখে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি আপু। কালারফুল একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 months ago (edited)

ক্লে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপু ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

ক্লে দিয়ে বানানো ওয়ালমেট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69280.52
ETH 2490.79
USDT 1.00
SBD 2.53