ভ্রমণ-শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ (পর্ব ১১)||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। তবে সময় কিংবা সুযোগের অভাবে ভ্রমণ করা হয়ে ওঠে না। বেশ কিছুদিন আগে শিল্প ও বাণিজ্যমেলায় ভ্রমণ করার সুযোগ হয়েছিল। আর সেই ভ্রমণ পর্বগুলোই আপনাদের মাঝে শেয়ার করে চলেছি। ইতোমধ্যে বেশ কিছু পর্ব উপস্থাপন করেছি। আজকে নতুন একটি পর্ব শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ (পর্ব ১১):

IMG_20241202_162234.jpg
Device-OPPO-A15
Location


শিল্প ও বাণিজ্য মেলায় বিভিন্ন রকমের স্টল ছিল। জামা কাপড় থেকে শুরু করে সবকিছুই পাওয়া যাচ্ছিল। সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর দামগুলো জানার চেষ্টা করছিলাম। কিছু কিছু ড্রেসের দাম অনেকটাই বেশি মনে হয়েছে। আবার অনেক ড্রেসগুলোর দাম কম মনে হয়েছে। তবে বেশিরভাগ ড্রেসের দাম সবার সাধ্যের মধ্যেই ছিল। তাই তো এই দোকানগুলোতে কেনাকাটার ভিড় অনেক বেশি ছিল। আমিও ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর কেনাকাটা করার চেষ্টা করেছিলাম।


IMG_20241202_164318.jpg
Device-OPPO-A15
Location


মেলায় গেলে বিভিন্ন রকমের জিনিসপত্র কেনাকাটা করা হয়। মেলায় গেলেই সংসারের জিনিসপত্র গুলো কিনতে ইচ্ছা করে। কেক তৈরি করার কোন কিছুই আমার বাসায় নেই। তাই ভাবলাম কেক তৈরি করার বাটি কিনে ফেলি। এখানে বিভিন্ন সাইজের বাটি ছিল। আমি খুঁজে খুঁজে দেখছিলাম কোনটা কেনা যায়। যেহেতু ছোট সাইজের বাটি কিনতে চেয়েছিলাম তাই ছোট সাইজের একটি বাটি কিনেছিলাম এবং এই জিনিসপত্রগুলো কিনতেও ভীষণ ভালো লেগেছে।


IMG_20241202_164225.jpg
Device-OPPO-A15
Location


এছাড়া বাসার বিভিন্ন জিনিসপত্র গুলো কিনতে অনেক ভালো লাগে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে বেশি ভালো লাগে। এই জিনিসপত্রগুলো দিয়ে ঘর সাজাতে যেমন ভালো লাগে তেমনি নতুন নতুন জিনিসপত্র কেনাকাটা করতে ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছিল। তাই অনেক কিছুই কেনা হয়েছিল। এই জিনিসপত্র গুলোর দাম যেহেতু খুবই অল্প তাই খুব সহজেই কিনতে পেরেছিলাম এবং আমাদের সকলের সাধ্যের মধ্যেই ছিল জিনিসপত্রের দাম।


IMG_20241202_164301.jpg
Device-OPPO-A15
Location


অন্য একটি দোকানে যাওয়ার পর কেক তৈরি করার আরও বিভিন্ন রকমের বাটি দেখেছিলাম। সেখানে বিভিন্ন সাইজের বাটি ছিল। আসলে সব দোকানে প্রায় একই ক্যাটাগরির জিনিস ছিল। তবে কিছু কিছু দোকান ছিল যেগুলোতে তাদের কালেকশন সংখ্যা অনেকটাই বেশি ছিল এবং সবার পছন্দের জিনিসপত্রগুলোই তারা কালেকশনে রেখেছিল। ঘুরে ঘুরে সব কিছু দেখতে এবং কিনতে অনেক বেশি ভালো লেগেছিল।


IMG_20241202_164143.jpg
Device-OPPO-A15
Location


ওয়ালমেট কিনতে আমার খুবই ভালো লাগে। মেলায় গেলেই বিভিন্ন রকমের ওয়ালমেট কিনতে ইচ্ছা করে। মেলায় গেলে বিভিন্ন রকমের ওয়ালমেট খুব সহজে পাওয়া যায়। আর এগুলোর দাম খুব একটা বেশি নয়। সবার সাধ্যের মধ্যেই ছিল। আমার মত অনেকেই সেই দোকানগুলোতে গিয়েছিল আর নিজেদের সাধ্য অনুযায়ী কিনেছিল। যেহেতু এই ওয়ালমেট গুলো আমার বাসায় আগে থেকেই ছিল তাই সেদিন আর কেনা হয়নি। তবে অন্য রকমের ওয়ালমেট কিনেছিলাম। যেগুলো পরবর্তী কোন এক পোস্টে আপনাদের মাঝে উপস্থাপন করবো।


শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের এবারের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা তবে শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের পর্বগুলো সবার মাঝে উপস্থাপন করতে আমার খুবই ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

IMG_20241202_171953.jpg
IMG_20241202_172012.jpg
IMG_20241202_172028.jpg

 2 days ago 

আপনি আজকে অনেক সুন্দর করে শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণ করার এগারো তম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। অন্য পর্বগুলোর মত আমার কাছে এই পর্বটাও খুব ভালো লেগেছে। মেলা থেকে টুকটাক কেনাকাটা করতে আমার কাছে খুব ভালো লাগে। আপনি কিনেছেন দেখে ভালো লেগেছে। মুহূর্তটাকে খুব সুন্দর করে তুলে ধরলেন।

 2 days ago 

মেলায় গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছি। তাই তো পর্ব আকারে শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি আপু। ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

বাণিজ্য মেলায় গিয়ে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। বাণিজ্য মেলা থেকে বিভিন্ন ধরনের জিনিস কেনার চেষ্টা করেছেন এবং কিনেছেন। সবকিছুর দাম মোটামুটি সাধ্যের মধ্যে ছিলো।মেলায় গিয়ে জিনিস কিনতে কার না ভালো লাগে বলুন। আমি তো মেলায় যাই জিনিস কিনতে। বাণিজ্য মেলায় ভ্রমণ পর্ব ১১ পড়ে ভালো লাগলো। সুন্দর কেরে উপস্থাপনার মাধ্যমে আপনার কাটানো মুহূর্ত আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 20 hours ago 

মেলায় গিয়ে দারুন সময় কাটিয়েছি। সময়টা নিজের মতো করে উপভোগ করেছি। আর সাধ্যের মধ্যে জিনিসপত্রগুলো কেনার চেষ্টা করেছি আপু।

 2 days ago 

শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের সবগুলো পর্ব আমার পড়া হয়ে গেছে আপু। আজকে ১১ তম পর্ব শেয়ার করেছেন। মেলা আমার এজন্যই ভালো লাগে যে সেখানে নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায়। ধন্যবাদ আপু মেলা থেকে সংগ্রহ করা কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 20 hours ago 

যেহেতু অনেকটা সময় সেখানে ছিলাম তাই বেশ কিছু ফটোগ্রাফি করা হয়ে গিয়েছিল। আর পর্ব আকারে শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি আপু।

 2 days ago 

শীতকাল মানেই কত রকমের মেলা, আমারও খুব ভালো লাগে মেলায় যেতে। কিন্তু যেখানে থাকি সেখানে মেলা হয় বলে শুনিনি কোথাও৷ আপনি তবে মেলা বেশ এঞ্জয় করেছেন দেখছি। কী সুন্দর সব কেক টিন পাওয়া যাচ্ছে৷ সত্যি বলতে কি খুটিনাটি ঘরকন্না জিনিস মেলাতেই বেশি পাওয়া যায়৷ আর কিনতেও বেশ মজা লাগে৷

 20 hours ago 

এই মেলা বেশ কিছুদিন আগে হয়েছিল। আর সময়টা দারুন ভাবে উপভোগ করেছি আপু। সত্যি আপু খুঁটিনাটি জিনিসপত্রগুলো কিনতে ভালোই লাগে।

 2 days ago 

মেলায় গিয়ে কাটানো সুন্দর মুহূর্ত সবার মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। পর্ব আকারে আপনি সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করলেন দেখে ভালো লাগলো। মেলা থেকে দেখছি কিছু কেনাকাটাও করেছিলেন। এটা দেখে অনেক বেশি আমার ভালো লেগেছে।

 20 hours ago 

মেলায় গিয়ে দারুন সময় অতিবাহিত করেছি আর সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার চেষ্টা করেছি ভাইয়া। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 days ago 

আসলে মেলায় ভ্রমণ করতে খুব ভালো লাগে। মেলায় ভ্রমণ করলে অনেক কিছু দেখা যায় এবং পছন্দের জিনিন ক্রয় করা যায়। শিল্প ও বাণিজ্য মেলায় ভ্রমণের আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। মেলাতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। মেলাতে কাটানো মুহূর্ত গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 20 hours ago 

মেলায় ভ্রমন করতে সত্যিই অনেক ভালো লাগে। আর সুন্দর সময় কাটাতেও ভালো লাগে। বিশেষ করে কেনাকাটা করতে বেশি ভালো লেগেছে ভাইয়া।

 yesterday 

আসলে মেলার ড্রেসগুলি খুবই সুন্দর আপু।তবে কিছু ব্যবসায়ী এর মূল্য ইচ্ছেমতো নির্ধারণ করে।কেউ বেশি লাভ করে একই জিনিস আবার কেউ কম।যাইহোক ফটোগ্রাফিগুলি সুন্দর ছিল, ধন্যবাদ আপনাকে।

 20 hours ago 

ঠিক বলেছেন আপু মেলায় অনেক ড্রেসের দাম বেশি ছিল। আপু আমি চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.39
JST 0.061
BTC 96550.85
ETH 3695.88
SBD 4.09