DIY- বসন্তের শুভেচ্ছা কার্ড তৈরি||

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নতুন কিছু করতে অনেক ভালো লাগে। তবে কয়েকদিন থেকে কোন কিছু করা হয়ে উঠছে না। তাই আজকে ভাবলাম বসন্তের শুভেচ্ছা কার্ড তৈরি করি। একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে।


বসন্তের শুভেচ্ছা কার্ড তৈরি:

IMG_20250219_191533.jpg
Device-OPPO-A15


বসন্ত মানে অন্যরকমের অনুভূতি। বসন্তে প্রকৃতি যেমন নতুন ভাবে সেজে ওঠে তেমনি মনের মাঝে অন্য রকমের অনুভূতি তৈরি হয়। বসন্তের রঙিন পরিবেশ আর প্রকৃতি দেখতে যেমন ভালো লাগে তেমনি বসন্তের হাওয়ায় মন একদম ভালো হয়ে যায়। আর বসন্তের এই সুন্দর দিনগুলো উপভোগ করতে ভালো লাগে। তাই ভাবলাম একটি শুভেচ্ছা কার্ড তৈরি করি। বসন্তের শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করার চেষ্টা করেছি। এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই শুভেচ্ছা কার্ড তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. ক্লে।
৩. কলম।

IMG20250219185343.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20250219185435.jpg
Device-OPPO-A15
IMG20250219185648.jpg
Device-OPPO-A15


বসন্তের শুভেচ্ছা কার্ড তৈরি করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর লিখে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20250219185839.jpg
Device-OPPO-A15
IMG20250219185933.jpg
Device-OPPO-A15


এবার লেখার অংশটি সুন্দর করে নেওয়ার চেষ্টা করেছি। এরপর ক্লে দিয়েছি।


ধাপ-৩

IMG20250219190014.jpg
Device-OPPO-A15
IMG20250219190032.jpg
Device-OPPO-A15


এবার বিভিন্ন অংশের নকশা করার জন্য বিভিন্ন রঙের ক্লে ব্যবহার করেছি। এরপর ফুল তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৪

IMG20250219190220.jpg
Device-OPPO-A15
IMG20250219190422.jpg
Device-OPPO-A15


সুন্দরভাবে ফুল তৈরি করার চেষ্টা করেছি। এরপর কিছু পাতা তৈরি করার জন্য সবুজ ক্লে দিয়েছি।


ধাপ-৫

IMG20250219190705.jpg
Device-OPPO-A15
IMG20250219191019.jpg
Device-OPPO-A15


সুন্দর করে ফুল এবং পাতা তৈরি করেছি। এরপর একটু ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছি। যাতে করে কার্ড দেখতে ভালো লাগে।


উপস্থাপনা:

IMG_20250219_191415.jpg
Device-OPPO-A15


বসন্তের আগমন মানে অন্য রকমের ভালোলাগা আর ভালোবাসার এক অনুভূতি। আর বসন্তের এই বিশেষ দিনগুলো উপভোগ করতে যেমন ভালো লাগে তেমনি সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাতেও ভালো লাগে। তাই তো আমি ভিন্নভাবে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। আর সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আমার এই শুভেচ্ছা কার্ড সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 4 days ago 

বাহ্! আপনি তো দেখছি দারুণভাবে বসন্তের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপু। কার্ডটি দেখে সত্যিই খুব ভালো লাগলো। আপনার ডাই পোস্ট গুলো বরাবরই দারুণ হয়। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

Screenshot_2025-02-19-19-49-59-22_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2025-02-19-19-52-42-74.jpg

Screenshot_2025-02-19-19-54-12-28.jpg

Screenshot_2025-02-19-19-50-27-79_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

 4 days ago 

দারুন একটি ছন্দ লিখেছেন কার্ডের ওপর। আপনার তৈরি করা ক্লে দিয়ে বসন্তের শুভেচ্ছা জানানোর কার্ডটি দেখে ভীষণ ভালো লাগলো। বসন্তের আগমন মানেই সত্যি নতুন ফুল নতুন গাছ সবকিছু কেমন জানি নতুন নতুন লাগে। খুবই সুন্দর এবং ভালো লাগলো আপু আপনার কার্ডটি দেখে। ধন্যবাদ আপু।

 4 days ago 

আপনার ডাই গুলো দেখতে খুবই ভালো লাগে। খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করলেন আপনি বসন্ত ঋতুকে কেন্দ্র করে। ক্লে ব্যবহার করলেন সাদা কাগজ এবং কালার পেন। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটি শুভেচ্ছা কার্ড তৈরি করে ফেললেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

 4 days ago 

প্রথমে আপনাকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপু- শুভ ফাল্গুন।
বসন্তের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। আপনার বসন্তের শুভেচ্ছা কার্ড দেখে খুব ভালো লাগলো। বসন্তের শুভেচ্ছা কার্ড তৈরি প্রক্রিয়া বেশ সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে উপস্থাপন করছেন আপনি। ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

খুবি সহজ ভাবে সহজ ভাষায় তুলে ধরেছেন বসন্তের মিষ্টি একটা কার্ড।বসন্ত আসলেই চারদিক ফুলে ফুলে ভরে যায়।বাতাসে বাতাসে ভেসে আসে মিষ্টি একটা সুবাশ।কবিরা শুরু করে তাদের কবিতা ,গান লেখা।ধাপগুলো অনেক ভালভাবে তুলে ধরেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

বসন্তের সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে ভালো লাগে। আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর বসন্তের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। তবে আপনার কার্ড তৈরি অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি বসন্তের শুভেচ্ছা কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

এই ধরনের শুভেচ্ছা কার্ড গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। সুন্দর সুন্দর কালারের ক্লে দিয়ে এই সুন্দর শুভেচ্ছা কার্ড তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96135.63
ETH 2796.94
SBD 0.66