আর্ট-প্রাকৃতিক দৃশ্যের আর্ট||

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আর্ট করতে আমার খুবই ভালো লাগে। তবে সময় হাতে কম থাকলে আর্ট করার মত সুযোগ হয় না। তবুও চেষ্টা করেছি প্রাকৃতিক দৃশ্যের একটি আর্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি সবার ভালো লাগবে।


প্রাকৃতিক দৃশ্যের আর্ট:

IMG_20241119_144539.jpg
Device-OPPO-A15


প্রাকৃতিক দৃশ্যের আর্ট করতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। রং তুলি নিয়ে যখন আর্ট করতে বসি তখন বিভিন্ন রকমের চিন্তা এসে ভিড় করে। কিন্তু হঠাৎ করে যখন মনে হয় নতুন কিছু করবো তখন বারবার কেন জানি ঘুরে ফিরে প্রাকৃতিক দৃশ্যগুলো আর্ট করা হয়। আসলে আর্ট করার টপিক আজকাল খুজেই পাই না। অনেক সময় মনে হয় সবকিছুই যেন একই রকমের হয়ে যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে যেহেতু একটি করে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করি তাই মাঝে মাঝে রং তুলি নিয়ে বসে পরি আর্ট করার জন্য। আর্ট হল মনের মাধুরী মিশিয়ে উপস্থাপন করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। জানিনা আপনাদের কাছে কেমন হয়েছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই আর্ট করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. সাদা কাগজ।
২. পোস্টার রং।
৩. তুলি।

IMG20241119141619.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241119142033.jpg
Device-OPPO-A15
IMG20241119142150.jpg
Device-OPPO-A15


প্রাকৃতিক দৃশ্য আর্ট করার জন্য প্রথমে আমি হালকা নীল রং দিয়েছি। এরপর হালকা হলুদ রং দিয়েছি।


ধাপ-২

IMG20241119142207.jpg
Device-OPPO-A15
IMG20241119142254.jpg
Device-OPPO-A15


এবার হলুদ রঙের ব্যবহার করা হয়ে গেলে নিচের দিকে আবারো হালকা নীল রং দিয়েছি এবং নদীর সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20241119142354.jpg
Device-OPPO-A15
IMG20241119142520.jpg
Device-OPPO-A15


এবার আর্টের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য কিছুটা অংশে কালো রঙের ব্যবহার করেছি। এবার সুন্দর লাল টকটকে সূর্য আর্ট করেছি।


ধাপ-৪

IMG20241119142659.jpg
Device-OPPO-A15
IMG20241119142749.jpg
Device-OPPO-A15


এবার আর্টের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য একটি গাছ আর্ট করার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20241119142855.jpg
Device-OPPO-A15
IMG20241119143013.jpg
Device-OPPO-A15


গাছ আর্ট করা শেষ হলে এবার নিচের দিকে সুন্দর করে বিভিন্ন রকমের ঘাস আর্ট করেছি যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG_20241119_145139.jpg
Device-OPPO-A15


আর্ট এর সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন অংশের সৌন্দর্য বাড়িয়ে তুলেছি আর রংয়ের ব্যবহার করে এই আর্ট আরো বেশি সুন্দর করেছি।


উপস্থাপনা:

IMG_20241119_144447.jpg
Device-OPPO-A15


প্রাকৃতিক দৃশ্য আর্ট করতে আমার খুবই ভালো লেগেছে। এই ধরনের দৃশ্যগুলো মাঝে মাঝে আর্ট করার চেষ্টা করি। বিশেষ করে নদীর পাড়ের দৃশ্যগুলো আমার বেশি ভালো লাগে। আসলে আর্ট করতে গেলে অনেক সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। তবে আমি যেহেতু খুব ভালো আর্ট করতে পারি না তাই মাঝে মাঝে নিজের মতো করে একটু চেষ্টা করি। আশা করছি আমার এই আর্ট সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 4 days ago 

IMG_20241120_161203.jpg
IMG_20241120_161221.jpg
IMG_20241120_161244.jpg

 4 days ago 

আরে বাহ্ আপনি তো এখন অনেক সুন্দর সুন্দর পেইন্টিং করতে পারেন দেখছি। এরকম পেইন্টিং গুলো করার জন্য আপনি প্রতিনিয়তই চেষ্টা করেন, যার কারণে এখন এত সুন্দর পেইনটিং করতে পারছেন। আপনার আজকের করা এই পেইন্টিংটা অসম্ভব সুন্দর হয়েছে। কালারটা এত সুন্দর ভাবে ফুটে উঠেছে যে, দেখে তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। পুরো পেইন্টিং টা একেবারে মনোমুগ্ধকর হয়েছে।

 2 days ago 

মাঝে মাঝে পেইন্টিং করার চেষ্টা করি। এই ধরনের পেইন্টিং খুবই ভালো লাগে। তাই চেষ্টা করেছি ভাইয়া।

 4 days ago 

আহা! প্রকৃতির কী মায়া। জানেন আপু আপনার ছবিটা দেখে আমার কবিতা আসছে মনে। কী অপূর্ব লাগছে দেখতে। এত্তো এত্তো ভালো লাগা জানালাম। 💚💚

 2 days ago 

প্রাকৃতিক দৃশ্য দেখতে সত্যি অনেক ভালো লাগে। আপনি কবি মানুষ তাই তো কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 4 days ago 

প্রাকৃতিক দৃশ্যের আর্ট অসাধারণ হয়েছে, দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে এই ডাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করলেন এবং অংকনটা দেখতে যেন অনেক বেশি ভালো লাগলো।

 2 days ago 

আমার আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

প্রাকৃতিক দৃশ্যগুলোর প্রতি আমি অনেক দুর্বল আর আপনার এই আটটি দেখে আমার সেই প্রাকৃতিক পরিবেশের কথা মনে পড়ে গেল। এত সুন্দর ভাবে এই আটটি করেছেন যা দেখে নয়ন জুড়িয়ে গেল।

 2 days ago 

আপু আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। কারণ আপনি সবকিছুতেই অনেক বেশি পারদর্শী। ধন্যবাদ আপনাকে আপু।

 4 days ago 

প্রাকৃতিক দৃশ্যের আর্ট এবং ফটোগ্রাফি দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখে বেশ ভালো লাগলো। আপনি বেশ দারুন ভাবে আর্ট টি সম্পন্ন করেছেন। বিশেষ করে সূর্যের দৃশ্য টি অসাধারণ হয়েছে।

 2 days ago 

প্রাকৃতির দৃশ্য আর্ট করতে খুবই ভালো লাগে তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি ভাইয়া। সূর্যের দৃশ্যটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 4 days ago 

আপু,ধীরে ধীরে আপনি দারুণ আর্ট করছেন।এই
প্রাকৃতিক দৃশ্যের আর্টটিও তেমনি খুবই সুন্দর হয়েছে।আমার কাছে অনেক ভালো লেগেছে ফুল ভরা গাছের দৃশ্যটি।মজার বিষয় হচ্ছে আমি ভেবেছিলাম আপনি কোনো সাদা রঙের থালা জাতীয় কিছুর উপর আর্টটি করেছেন কিন্তু ভিতরে ঢুকে বুঝলাম এটা সাদা রঙের কাগজ ছিল।ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

এই ধরনের দৃশ্যগুলো আপনার কাছে ভালো লাগে জেনে অনেক ভালো লাগলো আপু। চেষ্টা করেছি সুন্দর একটি আর্ট করার।

 4 days ago 

গ্রামীণ পরিবেশ সবসময় অনেক সুন্দর হয়। ভিন্ন চিন্তা ভাবনা যতই করেন সেই প্রাকৃতিক দৃশ্যের কথা মনে পড়ে। রং তুলে দিয়ে সেটাই অঙ্কন করেন। আজকে প্রাকৃতিক দৃশ্যের দারুন একটি চিত্র অঙ্কন করেছেন দেখতে দারুণ লাগছে। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 days ago 

গ্রামীন পরিবেশের সৌন্দর্য সত্যি অনেক ভালো লাগে। আর সেই সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ভাইয়া।

 4 days ago 

অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের আর্ট আপনি আজকে অঙ্কন করেছেন। আপনার অংকন করা এই আর্ট দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। কালারফুল ভাবে এটি অংকন করার কারণে দেখতে খুব ভালো লাগছে। প্রতিনিয়ত যদি এরকম ভাবে আর্ট করার চেষ্টা করে যান, তাহলে পরবর্তীতে আরো ভালো আর্ট করতে পারবেন।

 2 days ago 

প্রাকৃতিক দৃশ্য আর্ট করতে অনেক ভালো লেগেছে। আপনার কাছে এই আর্ট কালারফুল লেগেছে জেনে ভালো লাগলো আপু।

 4 days ago 

প্রাকৃতিক সৌন্দর্য আজকের আর্ট এর মধ্য দিয়ে তৈরি করে দেখিয়েছেন। অনেক অনেক ভালো লাগলো এত সুন্দর দক্ষতা দেখে। বেশি দারুন হয়েছে আপনার আর্ট করা।

 2 days ago 

আমার এই আর্ট আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.037
BTC 98286.08
ETH 3416.39
USDT 1.00
SBD 3.34