আর্ট-পুরনো বাল্বের উপর তুষার প্রকৃতির পেইন্টিং||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তবে নতুন কিছু করতে বেশি ভালো লাগে। তাই আজকে আমি পুরনো বাল্বের উপর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
পুরনো বাল্বের উপর তুষার প্রকৃতির পেইন্টিং:
তুষার প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আর তুষার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন আগে তুষার প্রকৃতির অপরূপ সৌন্দর্য পেইন্টিং করেছিলাম। এরকম দৃশ্যগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং করতেও ভালো লাগে। আর পুরনো কোন কিছু যদি নতুনভাবে সাজানো হয় তাহলে আনন্দটা আরো বেড়ে যায়। আমি পুরনো একটি বাল্বের উপর সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছিলাম। পুরনো একটি বাল্ব নতুন করে তোলার চেষ্টা করেছিলাম। বাল্বের উপর এই সুন্দর পেইন্টিং করতে অনেক ভালো লেগেছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই পেইন্টিং করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. পুরনো বাল্ব।
২. রং।
৩. তুলি।
ধাপ সমূহ:
ধাপ-১
এই পেইন্টিং করার জন্য প্রথমে বাল্ব নিয়েছি। এরপর সুন্দর করে রং করে নেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-২
ধীরে ধীরে সম্পূর্ণ অংশে রংয়ের ব্যবহার করেছি। যাতে করে পেইন্টিং দেখতে ভালো লাগে।
ধাপ-৩
এবার পেইন্টিং এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছি আর সুন্দর করে বিভিন্ন অংশ রংয়ের ব্যবহার করেছি। এরপর কালো রঙের ব্যবহার করেছি।
ধাপ-৪
এবার কালো রং ব্যবহার করে বেশ কিছু অংশে গাছের মতো তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।
ধাপ-৫
এবার সুন্দর করে এই পেইন্টিং সাজিয়ে তুলতে আরো বেশ কিছু অংশে রংয়ের ব্যবহার করেছি।
ধাপ-৬
তুষার প্রকৃতি ফুটিয়ে তোলার জন্য আরো কিছু অংশে রঙের ব্যবহার করেছি। আর সুন্দর এই পেইন্টিং করেছি।
উপস্থাপনা:
প্রকৃতির অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই ভালো লাগে। তুষার শুভ্র প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। তাই পুরনো বাল্বের উপর সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। আসলে পুরনো কিছু যদি কাজে লাগানো যায় তাহলে অনেক ভালো লাগে। আর এই পেইন্টিং করে বাল্বের ডেকোরেশন সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লেগেছে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
পুরনো একটা বাল্বের উপর আপনি আজকে খুবই চমৎকার একটা পেইন্টিং করেছেন। আপনার এত সুন্দর একটা আইডিয়া দেখে আমি তো জাস্ট মুগ্ধ হলাম। তুষার প্রকৃতির এই পেইন্টিংটা জাস্ট চমৎকার হয়েছে। আপনি প্রতিনিয়ত এরকম পেইন্টিং করার চেষ্টা করলে, পরবর্তীতে আরো অনেক সুন্দর পেইন্টিং করতে পারবেন।
পুরনো বাল্বের উপর সুন্দর একটি পেইন্টিং করার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে অনেক খুশি হলাম আপু।
https://x.com/Monira93732137/status/1871094623344668856?t=cVsL-TUZf2sdW4uh5KBFUg&s=19
পেইন্টিং টি দেখে মনে হচ্ছে না এটা বাল্ব এর উপর করা হয়েছে। পুরনো বাল্বকে রং তুলিতে কত সুন্দর ভাবে রাঙিয়ে তুলেছেন। দেখতে ভীষণ সুন্দর লাগছে। তুষারের প্রাকৃতিক দৃশ্য দারুণভাবে ফুটে উঠেছে। রংতুলির ছোঁয়ায় পুরনো জিনিস নতুন রূপে ফিরে পাওয়া গেলো।পেইন্টিং করে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে পুরনো বাল্বের উপর তুষার প্রকৃতির পেইন্টিং করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর পেইন্টিং দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। পুরনো বাল্ব কে খুবই সুন্দর একটি রুপ দিয়েছেন। দেখতে অনেক বেশি ভালো লাগছে।
পুরনো বাল্ব কাজে লাগিয়েছি আর সুন্দর একটি পেইন্টিং করেছি ভাইয়া। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
পুরোটা ভালো করে না দেখলে বুঝতেই পারতাম না যে পেইন্টিংটা আসলে বাল্বের উপর করা হয়েছে। এক কথায় ভীষণ সুন্দর হয়েছে দেখতে। ফেলে দেওয়া জিনিস গুলো এভাবে সাজিয়ে নিলে ঘর সাজানোর জন্য আলাদা খরচ করতে হয় না। দারুন বুদ্ধিবাদ করেছেন আপু। খুবই ভালো লাগলো দেখে।
প্রথম দেখাতে হয়তো ঠিকভাবে বোঝা যায় না। তবে সম্পূর্ণ অংশ দেখলে সত্যিই বোঝা যায় আপু। ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।
প্রথম দেখে মনে হচ্ছিল রাউন্ড ক্যানভাসের উপর পেইন্টিং করেছেন। বাল্বের উপর করেছেন এটা বোঝাই যাচ্ছে না। বাল্বের উপর এভাবে কখনো পেইন্টিং করিনি। আপনার আজকের এই পেইন্টিংটা দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গোলবাগ গুলোর উপর পেইন্টিং করার চেষ্টা করেছি আপু। এভাবে একদিন পেইন্টিং করে দেখবেন। আশা করছি ভালো লাগবে।
আমি আপনার যত আর্ট দেখি ততই মুগ্ধ হই। ঠিক তেমনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি হার্ট করেছেন আপনি। এত সুন্দর ভাবে আর্ট করতে দেখে সত্যি আমার খুবই ভালো লেগেছে।
আমার আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। বানানের ক্ষেত্রে একটু সতর্ক হবেন।
পুরনো ভাল্বের উপর তুষারপাতের পেইন্টিং অসাধারণ হয়েছে। এই ধরনের দক্ষতা মূলক কাজগুলো দেখলে সত্যিই মুগ্ধ হয়ে যাই। যেটা ধারাবাহিকভাবে করে চলেছেন । খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
পুরনো কোন কিছু কাজে লাগাতে আমার অনেক ভালো লাগে। তাই এই পেইন্টিং করেছি ভাইয়া।অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
খুবই সুন্দর একটি পেইন্টিং করেছেন এই পেইন্টিংটি দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে আপনি এই আইডবয়া নিয়ে পেইন্টিংটি করেছেন দেখে মুগ্ধ হলাম।
আমার এই পেইন্টিং দেখে আপনার ভালো লেগেছে আর মুগ্ধ হয়েছেন এটা জেনে অনেক ভালো লাগলো ভাইয়া। উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।