অরিগ্যামি-কাগজ দিয়ে কোট তৈরি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নতুন কিছু তৈরি করতে ভালো লাগে। তবে কাগজের ভাঁজে কোন কিছু তৈরি করা আমার কাছে বেশ কঠিন লাগে। তবুও মাঝে মাঝে চেষ্টা করি। আর আজকে আমি সুন্দর করে কাগজ দিয়ে কোট তৈরির পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
কাগজ দিয়ে কোট তৈরি:
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। কাগজের ভাঁজে যখন নতুন কিছু সৃষ্টি হয় তখন অনেক ভালো লাগে। কাগজের ভাঁজে ভাঁজে কোট তৈরি করার চেষ্টা করেছি। আসলে কোট তৈরি করতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে। কাগজের সঠিক ভাঁজ না হলে কোন কিছু দেখতে ভালো লাগে না। আমিও সঠিকভাবে কাগজের কোট তৈরি করেছি। আমার তৈরি করা এই কাগজের কোট আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি কাগজ দিয়ে কোট তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. রঙিন কাগজ।
২. কলম।
ধাপ সমূহ:
ধাপ-১
কাগজ দিয়ে কোট তৈরি করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর নিচের দিকে ভাঁজ করেছি।
ধাপ-২
এবার সুন্দর করে আরো ভাঁজ করেছি। যেহেতু দুটো কোট তৈরি করবো তাই দুটো কাগজ একসাথে নিয়েছি।
ধাপ-৩
এবার সুন্দর করে কোটের আকৃতি তৈরি করার জন্য মাঝামাঝি অংশে ভাঁজ করেছি।
ধাপ-৪
এবার ভাঁজের খেলায় সুন্দর করে কোট তৈরি করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।
ধাপ-৫
এবার হাতার দিকের অংশগুলো সুন্দর করে তৈরি করেছি আর প্রস্তুত করার চেষ্টা করেছি।
ধাপ-৬
এবার হাতা এবং কলারের অংশগুলো সুন্দর করে ভাঁজ করেছি আর আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।
ধাপ-৭
কোট গুলো সুন্দর করে তৈরি হওয়া হয়ে গেলে এবার কলমের ব্যবহার করেছি। আর এভাবেই এই সুন্দর কোট গুলো তৈরি করেছি।
উপস্থাপনা:
কাগজের ভাঁজে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। আর যদি নতুন কিছু তৈরি করি তাহলে আনন্দটা আরো বেড়ে যায়। কাগজের ভাঁজের মাধ্যমে কোট তৈরি করেছি। এর আগে কখনো কোট তৈরি করা হয়নি। প্রথমবার চেষ্টা করেছি। জানিনা আপনাদের কাছে কেমন হয়েছে। তবে এই কোট তৈরি করতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
জাস্ট ওয়াও আপু, আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর দুটি কোর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখি আমি পুরোই মুগ্ধ হয়ে গেলাম। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু করতে দেখা এবং কোন কিছু করতে আমার খুবই ভালো লাগে। আপনার কোর্ট দুটি দেখে মনে হচ্ছে ভালোই সময় দিয়েছেন এই কোর্টের পিছনে। যাইহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর সুন্দর দুটি কোর্ট আমাদের মাঝে মাঝে শেয়ার করার জন্য।
রঙিন কাগজের ব্যবহার করে সুন্দর কিছু বানাতে আমার ভীষণ ভালো লাগে। তাই মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙ্গিন কাগজ দিয়ে দারুন দুইটি কোট তৈরি করেছেন আপু।কাগজের দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে আমার কাছে দারুন লাগে।খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু।দেখে ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। এই ধরনের কাজগুলো করতে গেলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনিও চেষ্টা করবেন আপু।
https://x.com/Monira93732137/status/1835920606845710718?t=79UdZxRnZmecC2Ytx66R1A&s=19
কাগজ দিয়ে কোট তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের এই কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের জিনিস তৈরি করতে আসলেই অনেক সময়ের প্রয়োজন হয়। এত সময় নিয়ে এত সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কোট তৈরি করার পদ্ধতি সুন্দর করে উপস্থাপন করেছি ভাইয়া। যাতে যে কেউ তৈরি করতে পারে। আমার হাতের কাজ দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আরে বাহ দারুন তো। আপু আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে কোট তৈরি করেছেন। এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তাছাড়া এই তো আর কয়েক মাস পরেই শীত আসবে। এই শীতে ছেলেদের একটা স্মার্টনেস পোশাক হচ্ছে কোট। কোটটি তৈরি করে এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আমার তৈরি করা এই পোস্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সত্যি ভাইয়া শীতের দিনে এগুলো বেশ কাজে লাগবে।
রঙিন কাগজের তৈরি দুইটি কোটের অরিগামি দেখতে জাস্ট অসাধারণ লাগছে আপু।এই অরিগামি গুলো তৈরি করতে বেশ সময়ের দরকার হয়।আপনি অনেকটা সময় নিয়ে পোস্টটি রেডি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
এই ধরনের কাজগুলো করতে সত্যি অনেকটা সময় লাগে। তাই তো আমি ধাপে ধাপে উপস্থাপন করার চেষ্টা করেছি আপু। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে দুইটি কোট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
রঙিন কাগজের ব্যবহার করে কোন কিছু তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই সুন্দর ড্রেস তৈরি করতেও ভালো লেগেছে ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কোটের অরিগামি তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা অরিগামি দেখে। খুবই সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে এই কোট তৈরি করতে বেশ ভালো লেগেছে আপু। আশা করছি আপনার কাছেও ভালো লেগেছে।
রঙিন কাগজ দিয়ে যে কত কি বানানো যায় তা আমার বাংলা ব্লগে না আসলে জানতাম না ।আজ আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি কোট তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগছে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
সত্যিই আপু রঙিন কাগজ দিয়ে অনেক কিছু বানানো যায়। আর বানানোর পর দেখতে অনেক ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে নতুন কিছু বানানোর চেষ্টা করি।