রেসিপি-শুঁটকি দিয়ে করলা চচ্চড়ি রেসিপি||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি করা মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে মজার মজার রেসিপি তৈরি করতে ভালো লাগে। আর সবার মাঝে শেয়ার করতে ভালো লাগে। তাই আজকে আমি একটি মজার রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো। আশা করছি সবার ভালো লাগবে।


শুঁটকি দিয়ে করলা চচ্চড়ি রেসিপি:

IMG_20240928_162504.jpg
Device-OPPO-A15
IMG_20240924_152606.jpg
Device-OPPO-A15


সবজি খুব একটা খাই না। তবে করলা আমার সবচেয়ে পছন্দের সবজি। অনেকে মনে মনে ভাববে করলা যেহেতু কারো খুব একটা পছন্দ নয় তাহলে আমার কেন পছন্দ। আসলে এই বিষয়টাতে আমিও অনেকটা অবাক হয়ে যাই। কেন জানি করলা আমার খুবই ভালো লাগে। করলা ভাজা, ভর্তা কিংবা চচ্চড়ি যেকোন ভাবে খেতেই আমার অনেক ভালো লাগে। তাই ভাবলাম করলা দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করি। যদিও এভাবে করলা চচ্চড়ি রেসিপি আমি @rex-sumon ভাইয়া এবং ঐশী আপুর শেয়ার করা একটি রেসিপি পোস্টের মাধ্যমে শিখেছিলাম। তাই ভাবলাম এই রেসিপিটাই ট্রাই করি। খেতে সত্যি অনেক ভালো লেগেছিল।


প্রয়োজনীয় উপকরণ:

নামপরিমান
করলা২০০ গ্রাম
টাকি মাছের শুঁটকি৫০ গ্রাম
কাঁঠালের বিচিপরিমান মত
পেঁয়াজ কুচি১ চামচ
রসুন কুচি১/২ চামচ
জিরা বাটা১/২ চামচ
মরিচের গুঁড়া১ চামচ
হলুদের গুঁড়া১/২ চামচ
লবণপরিমাণমতো
সয়াবিন তেল৪ চামচ

IMG20240924144246.jpg

IMG20240924144306.jpg

IMG_20240928_162654.jpg


ধাপসমূহ:


ধাপ-১

IMG20240924144358.jpg

IMG20240924145541.jpg


করলা দিয়ে শুঁটকি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করার জন্য প্রথমে শুঁটকি মাছগুলো ভালোভাবে গরম পানিতে ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি।


ধাপ-২

IMG20240924145553.jpg

IMG20240924145612.jpg


এবার কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি।


ধাপ-৩

IMG20240924145621.jpg

IMG20240924145640.jpg


এরপর কিছু রসুন কুচি দিয়েছি। আর পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি।


ধাপ-৪

IMG20240924145649.jpg

IMG20240924145703.jpg


পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে শুঁটকি মাছগুলো দিয়েছি। এরপর তেলের মধ্যে শুঁটকি মাছ গুলো কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি।


ধাপ-৫

IMG20240924145832.jpg

IMG20240924145859.jpg


এবার প্রয়োজনীয় মসলাগুলো এর মধ্যে দিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সবকিছুই দিয়েছি। এরপর সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি।


ধাপ-৬

IMG_20240928_162723.jpg

IMG20240924145941.jpg


সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার কাঁঠালের বিচি গুলো এর মধ্যে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে নিয়েছি আর মিক্স করে নিয়েছি।


ধাপ-৭

IMG20240924145950.jpg

IMG20240924150005.jpg


এবার করলা গুলো এর মধ্যে দিয়েছি আর সুন্দর করে মিক্স করে নিয়েছি।


ধাপ-৮

IMG20240924150026.jpg

IMG20240924150229.jpg


এভাবে কিছুক্ষণ সময় সবকিছু মিক্স করে নিয়েছি আর ভুলাভুনা করার চেষ্টা করেছি।


ধাপ-৯

IMG20240924150241.jpg

IMG20240924150948.jpg


করলা ভালোভাবে সিদ্ধ করার জন্য আর কাঁঠালের বিচিগুলো একটু সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি।


শেষ ধাপ

IMG_20240928_162242.jpg


কিছুক্ষণ সময় রান্না করার পর শুঁটকি দিয়ে করলা চচ্চড়ি রেসিপি তৈরি হয়ে গেছে।


উপস্থাপনা:

IMG_20240928_124848.jpg
Device-OPPO-A15


শুঁটকি দিয়ে করলা চচ্চড়ি এর আগে কখনো খাওয়া হয়নি। প্রথমবার এই মজার রেসিপি তৈরি করেছিলাম। আসলে আমরা প্রতিনিয়তই সবার রেসিপি দেখে দেখে নতুন নতুন রেসিপি শেখার ট্রাই করি। তাই আমিও নতুন একটি রেসিপি ট্রাই করেছিলাম। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 months ago 

শুঁটকি দিয়ে করলা চচ্চড়ি রেসিপি বাহ্ মজাদার রেসিপি। ইউনিক একটি রেসিপি তুলে ধরেছেন। এভাবে কখনো খাওয়া হয়নি। আপনার পোস্ট এর মাধ্যমে সম্পুর্ণ নতুন একটি রেসিপির সাথে পরিচিত হলাম। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

করলা দিয়ে শুটকি মাছের চচ্চড়ি করলে খেতে অনেক ভালো লাগে। আমিও প্রথমবার খেয়েছিলাম ভাইয়া। একদিন খেয়ে দেখবেন এভাবে।

 2 months ago 

করল্লা আমিও খাই তবে খুব যে পছন্দ তা নয়। শরীরের জন্য ভালো তাই খাই। তবে ভাজিই বেশি ভালো লাগে। রান্না করলে বেশি তিতা লাগে আমার কাছে। তবে আপনার বানানো রেসিপিটি দেখে বানাতে ইচ্ছে করছে। মনে হচ্ছে খেতে বেশ মজাই হবে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 months ago 

আপু আপনি এভাবে একজন রান্না করে খেয়ে দেখবেন। আপনার কাছেও ভালো লাগবে। এই খাবারটি খেতে সত্যি অনেক মজার হয়েছিল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

করলার রেসিপি আমার খুবই প্রিয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শুঁটকি দিয়ে করলা চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন।তবে, আমার কাছে শুঁটকি একদম ভালো লাগে না। আপনার তৈরি করা শুঁটকি দিয়ে করলা চচ্চড়ি রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

 2 months ago 

করলা আপনারও পছন্দের জেনে খুবই ভালো লাগলো। করলা দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে ভালো লাগে। আপনি যেহেতু শুটকি মাছ খান না তাই এমনিতেই করলা ভুনা করে খেতে পারেন।

 2 months ago 

বাহ, কড়লা চচ্চড়ি রেসিপি টা তো দেখছি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এই রেসিপিটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। অনেক দিন এমন রেসিপি খাওয়া হয় না দেখে অনেক লোভনীয় লাগছে।

 2 months ago 

আমি সুন্দর করে করলা চচ্চড়ি রেসিপি উপস্থাপন করার চেষ্টা করেছি ভাইয়া। রুটি দিয়ে খেতেও মন্দ লাগবে না।

 2 months ago 

করলা দিয়ে শুটকি মাছের রেসিপিটা দেখে অন্যরকম লাগলো। আচ্ছা আপু এই করলা দিয়ে শুটকির মাছের রেসিপি খেতে কেমন তিতা লাগে নি। তবে রেসিপিটার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে দেখে অনেক লোভনীয় লাগছে। তৈরি করার পদ্ধতি খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

করলা দিয়ে কখনো শুটকি মাছ এভাবে রান্না করে খাওয়া হয়নি। আজকে আপনার তৈরি করা করলা দিয়ে শুটকি মাছের চচ্চড়ি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। দেখতে অনেকটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে খেতে নিশ্চয়ই অনেক মজা হয়েছিল। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 months ago 

করলা দিয়ে শুটকি মাছ রান্না করলে খেতে দারুন লাগে। আপনি একদিন ট্রাই করে দেখতে পারেন ভাইয়া। খেতে খুবই ভালো লাগবে।

 2 months ago 

আপনার রেসিপির ফাইনাল লুকটা বেশ আকর্ষণীয় লাগছে। বেশ লোভনীয় লাগছে। তবে করলা এবং শুটকি দুইটাই আমার অপছন্দের খাবার। রেসিপি টা বেশ সুন্দর তৈরি করেছেন আপু। প্রতিটা ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 months ago 

আমার তৈরি করা এই রেসিপি আপনার কাছে আকর্ষণীয় লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল।

 2 months ago 

শুঁটকি দিয়ে করলা চচ্চড়ি একটি ইউনিক রেসিপি ছিল।আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে ভালো ছিল অনেক।আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন,ধন্যবাদ।

 2 months ago 

এই রেসিপি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো। একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন আপু। অনেক ভালো লাগবে খেতে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 90937.36
ETH 3169.73
USDT 1.00
SBD 2.99