DIY- শুভ বিবাহ বার্ষিকী দাদা ♥️বৌদি||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999। আমি একজন বাংলাদেশী। প্রথমেই দাদা এবং বৌদিকে বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের সকলের একটি আনন্দের দিন। কারণ আমাদের সকলের প্রিয় @rme দাদা ও @tanuja বৌদির জীবনের একটি বিশেষ দিন। আর তাদের এই বিশেষ দিনে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


শুভ বিবাহ বার্ষিকী দাদা ♥️বৌদি:

IMG_20241204_073857.jpg
Device-OPPO-A15


দাদা এবং বৌদি হলো আমাদের সকলের চোখের মনি। আর দাদা বৌদির ভালোবাসার এই বন্ধন দেখে অনেক প্রশান্তি পাই। দাদা এবং বৌদি আমাদের পাশে আছেন বলেই আমাদের এই কমিউনিটি সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে। আর দাদার পাশে বৌদি আছেন বলেই দাদা প্রত্যেকটা সেক্টরে সফলতা অর্জন করছেন। আসলে একজন ভালো জীবনসঙ্গিনী খুবই গুরুত্বপূর্ণ। দাদা নিজের জীবনে যোগ্য একজন জীবনসঙ্গিনী পেয়েছেন। বৌদি যেমন খুবই সহজ সরল এবং ভালো মনের মানুষ তেমনি দাদা বৌদিকে সবসময় ভালোবেসে আগলে রাখেন। দুজনের এই ভালোবাসার বন্ধন যেন সারা জীবন অটুট থাকে এই প্রার্থনা করি সব সময়। তাদের জীবনে যেন বারবার আনন্দের দিনগুলো আসে এবং জীবনের প্রত্যেকটা মুহূর্ত আনন্দে কাটে এই দোয়া করি সবসময়। তাদের এই বিশেষ দিনে আমি একটি সুন্দর কার্ড তৈরি করার চেষ্টা করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. রঙিন কাগজ।
২. সাদা কাগজ।
৩. আঠা।
৪. কলম।
৫. কাঁচি।

IMG20241204071053.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20241204071609.jpg
Device-OPPO-A15
IMG20241204071628.jpg
Device-OPPO-A15


দাদা এবং বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি কার্ড তৈরি করার জন্য প্রথমে সাদা কাগজ কেটে নিয়েছি।


ধাপ-২

IMG20241204071858.jpg
Device-OPPO-A15
IMG20241204071941.jpg
Device-OPPO-A15


এবার লাল কাগজ কেটে সুন্দর একটি লাভ তৈরি করে নিয়েছি আর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।


ধাপ-৩

IMG20241204072204.jpg
Device-OPPO-A15
IMG20241204072257.jpg
Device-OPPO-A15


এবার ছোট্ট এক টুকরা সাদা কাগজ কেটেছি। এরপর দাদা এবং বৌদি লিখেছি। এরপর সুন্দর করে আঠা দিয়ে লাগিয়েছি।


ধাপ-৪

IMG20241204072425.jpg
Device-OPPO-A15
IMG20241204072512.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের উপরে ডিজাইন করার জন্য কাগজ কেটে নিয়েছি আর দাগ দিয়ে নিয়েছি। এরপর কেটে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-৫

IMG20241204072612.jpg
Device-OPPO-A15
IMG20241204072642.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে ফুল তৈরি করে নিয়েছি। যাতে করে কার্ডের ডিজাইন সুন্দর করা যায়।


ধাপ-৬

IMG20241204072838.jpg
Device-OPPO-A15
IMG20241204072913.jpg
Device-OPPO-A15


এবার কার্ড এর উপরের অংশে সুন্দর করে ফুলগুলো লাগিয়ে নিয়েছি।


ধাপ-৭

IMG20241204073006.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে কার্ডের উপরে হ্যাপি এনিভার্সারি লেখাটি লিখে নিয়েছি। যাতে করে দেখতে ভালো লাগে।


উপস্থাপনা:

IMG_20241204_073808.jpg
Device-OPPO-A15


দাদা বৌদির জীবনের এই বিশেষ দিনটিকে আরো বেশি রঙিন করে তোলার জন্য আমি নিজের মতো করে একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি এবং দাদা বৌদির এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছি। হয়তো তাদেরকে উপহার দেওয়ার মতো সামর্থ্য আমার নেই তবে নিজের ভালোবাসা থেকে সুন্দর একটি কার্ড তৈরি করে সবার মাঝে উপহার দিয়েছি। আশা করছি আমার এই ছোট্ট উপহার দাদা বৌদির ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 months ago 

দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে খুব সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা এই কার্ডটা অনেক সুন্দর হয়েছে আপু। পুরো কার্ডের মধ্যে ভালোবাসার লাল রং খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করার মাধ্যমে দাদা বৌদিকে শুভেচ্ছা জানিয়েছেন দেখে খুবই ভালো লাগলো।

 2 months ago 

বিবাহ বার্ষিকীর বিশেষ দিনটিকে আরও বেশি রঙিন করে তুলতে সুন্দর একটি কার্ড তৈরি করেছি। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

শুভ বিবাহ বার্ষিকী দাদা বৌদিকে।বিবাহ বার্ষিকী উপলক্ষে অনেক অসাধারণ একটা কার্ড তৈরি করেছেন।দেখে অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

বিবাহ বার্ষিকী উপলক্ষে সুন্দর করে কার্ড তৈরি করেছি আর শুভেচ্ছা জানিয়েছি আপু। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

প্রথমেই দাদা বৌদিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাই। আপনি দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে খুব সুন্দর একটি কার্ড বানিয়েছেন। আপনার এই কার্ড অবশ্যই দাদার কাছে পৌঁছে যাবে। কার্ডের উপরে খুব সুন্দর ডিজাইন করেছেন। এই ধরনের শুভেচ্ছা কার্ড গুলো দেখতে খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

দাদা এবং বৌদিকে বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছি এবং সুন্দর একটি কার্ড তৈরি করে শেয়ার করেছি।

 2 months ago 

প্রথমেই দাদা বৌদিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাই এবং দিনটি বারবার ফিরে আসুক এই কামনা করি।
আপনি চমৎকার একটি কার্ড তৈরি করে তাদের উপহার দিলেন সত্যিই দারুন ব্যাপার।
আর কার্ডটি অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। আপনার এধরনের কাজগুলো দারুন লাগে দেখতে।

 2 months ago 

দাদা বৌদির এই বিশেষ দিনটিতে নিজের মতো করে শুভেচ্ছা জানিয়েছি। আর আমরা সকলেই চাই এই দিনটি যেন বারবার ফিরে আসে।

 2 months ago 

দাদা এবং বৌদির শুভ বিবাহ বার্ষিকী উপলক্ষে একটি খুবই সুন্দর কার্ড তৈরি করেছেন, দেখে বেশ ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কার্ড টি তৈরি করেছেন।কার্ড টি অনেক বেশি সুন্দর লাগছে আপু। দাদা এবং বৌদির জন্য দোয়া ও আশির্বাদ রইলো। তারা যেন সব সময় সুখে শান্তিতে বসবাস করতে পারেন।

 2 months ago 

দাদা এবং বৌদির জন্য আমরা সকলেই দোয়া করি তারা যেন সবসময় ভালো থাকে এবং সুখে থাকে। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 months ago 

প্রথমে জানাই দাদা বৌদিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। আজ আপনি দাদা বৌদিকে শুভেচ্ছা জানিয়ে বেশ লাল টুকটুকে একটি শুভেচ্ছা কার্ড বানিয়েছেন। খুব যত্ন সহকারে এবং নিখুত ভাবে আপনি কার্ডটি তৈরি করেছেন। দাদা বৌদির জন্য এই সুন্দর উপহারে তারা অবশ্যই খুশি হবে। কার্ড তৈরির প্রতিটি ধাপ আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর কার্ড তৈরির ধাপগুলোর ধারাবিকভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।

 2 months ago 

আমার তৈরি করা এই শুভেচ্ছা কার্ড আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই ভালো লাগলো। মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 months ago 

সর্ব প্রথমে আমাদের সবার চোখের মনি প্রাণপ্রিয় দাদা বৌদির বিবাহ বার্ষিকীতে জানাই অন্তরের অন্তস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। যাইহোক আপু আপনি কিন্তু অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখতে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া আপনার কার্ডের কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া দাদা আমাদের সকলের চোখের মনি। আর দাদা বৌদির এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানানোর জন্য শুভেচ্ছা কার্ড তৈরি করেছি।

 2 months ago 

শুভ বিবাহ বার্ষিকী দাদা ♥️বৌদি। চমৎকার একটি গিফট কার্ড তৈরি করে শুভেচ্ছা জানিয়েছেন। দাদা বৌদি দেখলে আশাকরি খুশি হবে। এধরনের কাজ গুলো সত্যি প্রশংসনীয় ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

দাদা বৌদির বিশেষ দিনটিকে ঘিরে আমি সুন্দর একটি কার্ড তৈরি করে শেয়ার করেছি। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য।

 2 months ago 

দাদা বৌদির বিবাহবার্ষিকি উপলক্ষে কী দারুণ একটি কার্ড বানিয়েছেন আপনি। লাল রঙের ওপর ছোট ছোট গোলাপ। ভালোবাসায় ভরপুর জীবনের প্রতীক যেন। খুবই ভালো লাগল।

 2 months ago 

ছোট ছোট গোলাপ ফুল গুলো দিয়ে সুন্দর করে কার্ড সাজিয়ে তুলেছি। যাতে করে দেখতে ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.22
JST 0.032
BTC 94947.70
ETH 2569.30
USDT 1.00
SBD 2.95