গোপনীয়তায় বাড়ে প্রেম—
একটা না-বলা নাম,
যার উচ্চারণে নড়ে ওঠে হৃদয়ের ছায়া।
একেবারে যথার্থ বলেছেন বৌদি,গোপনীয়তায় প্রেম বাড়ে। তাছাড়া ভালোবাসার মানুষের নাম শুনলেই, ভিন্ন ধরনের অনুভূতির সৃষ্টি হয়। যাইহোক কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।