টিটির কথাগুলো কানে এত সুমধুর লাগলো যে। ব্যাগ গুছিয়ে তিন নাম্বার সিটে পৌঁছলাম, ফাঁকা। সেই সাথে আমার পছন্দের আপার বার্থ। আহা।
টিটি তো আপনার বেশ উপকার করেছে তখন হা হা হা। টিটির জন্য রাতের বেলা আরামে ঘুমাতে পেরেছেন। যাইহোক তীব্র গরম শুরু হওয়ার আগেই বাসা থেকে ঘুরে আসার প্ল্যানটা দারুণ ছিলো দাদা। আশা করি ঠিকমতো বাসায় পৌঁছাতে পেরেছেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।