তার চোখে এখনো রঙিন স্বপ্নের রেখা,
সে ভালোবাসে নদীর ঢেউ গুনতে গুনতে
অজান্তেই নাম লিখে দেয় বালুর বুকে,
যদিও জানে, সেসব নাম টিকে থাকবে না।
বেশিরভাগ বালিকা তখন আবেগের বশীভূত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে। কারণ ভালোবাসার নামে তখন কেউ অভিনয় করলেও, সেটাকে অনেক বালিকা বিশ্বাস করে ফেলে। এতে করে অনেক মেয়েদের জীবন একেবারে এলোমেলো হয়ে যায়। যাইহোক চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করেছেন বৌদি। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।