রান্নাঘরের কলসির ভিতর থেকে কলসি ভর্তি মাদক পাওয়া গিয়েছে, তাছাড়া বাচ্চাদের ডায়াপারের ভিতরে মাদক রাখা হয়েছিল।
তারা তো দেখছি একেবারে জেনুইন মাদক ব্যবসায়ী। একেবারে ভয়ংকর টেকনিক অবলম্বন করেছে। যাইহোক একেবারে সঠিক একটি কাজ করেছেন ভাই। আসলে যাদের মধ্যে সৎ সাহস থাকে,শুধুমাত্র তারাই এই ধরনের কাজগুলো করতে পারে। তবে সাবধানে থাকবেন ভাই। কারণ মাদক ব্যবসায়ীদের হাত অনেক লম্বা। আপনার জন্য শুভকামনা রইলো ভাই। ভালো থাকবেন সবসময়।
এটা একদম সত্য তারা একদম জেনুইন মাদক ব্যবসায়ী ভাই।