কারণ দোকানদার এতো বেশি বাড়িয়ে চালিয়ে দাম বলে।
এটা কিন্তু আসলেই ঠিক। একসময় দেখতাম শপিংয়ে গেলে জিনিসপত্রের দাম ডাবল চাইতো বিক্রেতা। কিন্তু এখন দেখি ৪/৫ গুণ দাম বেশি চায়। অর্থাৎ কাস্টমার যাতে বাধ্য হয়ে বেশি দাম বলে ফেলে। কারণ স্বাভাবিকভাবেই যে জিনিসটার দাম ৫,০০০ টাকা চাইবে, সেটার দাম কিন্তু ১ হাজার কিংবা দেড় হাজার টাকা বলা যায় না। আর এভাবেই ঠকতে হয়। তাই আমার কাছে ফিক্সড প্রাইসের দোকান গুলোই ভালো লাগে। যাইহোক একসময় শপিং করতে আমারও খুব ভালো লাগতো। কিন্তু এখন শপিংয়ে যেতেই ইচ্ছে করে না। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।