আজও হয়তো তোমার ছায়া পড়ে সন্ধ্যার আলোয়,
তবু হৃদয়ের দরজা খুলে দেখি,
সেখানে আর কোনো অভিযোগ নেই,
নেই প্রতিশোধের ইচ্ছাও।
শুধু এক শূন্যতা—
যা সময়ের মতোই নির্লিপ্ত, নির্বিকার।
আসলে কাউকে সত্যিকারের ভালোবাসলে, ভালোবাসার মানুষের বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকে না। এমনকি ভালোবাসার মানুষ হাজারটা ভুল করলেও। তাছাড়া প্রতিশোধ নেওয়ার কথা তো ভুলেও ভাবা যায় না। তবে ভালোবাসার মানুষকে ছাড়া শূন্যতা কাজ করবেই। যাইহোক কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে বৌদি। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।