দিন যত চলে যায় বৃদ্ধি পায় দায়িত্ব
মনের মধ্যে চিন্তা যেন থাকে অফুরন্ত।
আসলেই ভাই দিন যতই অতিবাহিত হয়ে যায়,আমাদের কাঁধে ততই দায়িত্ব এসে পড়ে। আপনি কিন্তু বেশ ভালোই অণু কবিতা লিখতে পারেন। এর আগেও আপনার কবিতা এবং অণু কবিতা পড়েছিলাম। যাইহোক এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।