সেই কারণে মানুষ বারবার জিজ্ঞেস করছিলো যে, 'আপা আছেন নাকি গিয়েছেন'।
ব্যাপারটা সত্যিই হাস্যকর হা হা হা। এই মহিলা সামনেও একের পর এক বিয়ে করবে এবং এভাবেই নাটক করবে। এই ধরনের ঘটনা গুলো দেখলে সত্যিই মেজাজ খারাপ হয়ে যায়। পাগল ছাগলে আমাদের দেশটা ভরে গিয়েছে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।
আমার নিজের ই মনে হচ্ছিলো যে এ গেলেই ভালো।