গেমিং সেটাপ পার্পাস কনফিগারেশন রেডি করলে সেটা এমনি সাধারণ কাজের জন্য ভাত পানির মত হবে।
এটা একদম ঠিক বলেছেন ভাই। গেমিং সেটআপ রেডি করাতে খুব ভালো হয়েছে। এই পিসি ইউজ করে খুব মজা পাবেন। আসলে নতুন জিনিস হাতে পাওয়ার আনন্দটাই অন্য রকম। আশা করি মনিটরও খুব শীঘ্রই হাতে পেয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।