টাইম ছিল অনেক, শখ ছিল বুক ভরা, পকেট ছিল ফাঁকা।
পকেট ফাঁকা থাকলেও সেই সময়টা ছিলো জীবনের শ্রেষ্ঠ সময়। ব্যাডমিন্টন খেলার সময় চাঁদা তুলে ফেদার কিনতাম,ক্রিকেট খেলার সময় চাঁদা তুলে টেনিস বল এবং টেপ কিনতাম। সেই দিনগুলোর কথা মনে পড়লে সত্যিই খুব ভালো লাগে। সেই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।