You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৪৭৫ || কিছু মানুষ শীত আসলে গোসল করা বন্ধ করে দেয় কিন্তু কেন??
কিছু মানুষ শীত আসলে গোসল করা বন্ধ করে দেয় কিন্তু কেন??
যারা ভাবে শীতকালে গোসল করলে ত্বকের লাবণ্যতা কমে যায়, তারাই গোসল বন্ধ করে দেয়🤣🤣। আর এগুলো শুধুমাত্র মেয়েদের কাজ। কারণ তারা ত্বকের ব্যাপারে সদা সচেতন😂😂।
আজকাল ছেলেরা বেশি পার্লারে যায় দেখি।যেগুলো স্যালুন আর জেন্টস পার্লার নামে পরিচিত।😁
৫% ছেলেরা পার্লারে যায়, আর ৯৫% মেয়েরা যায়। সুতরাং ইউ হ্যাভ টু বুঝতে হবে 😂।
ভাই মেয়েদের তো ভালোমতো ছেকে দিলেন 😆
তবুও যদি গোসল করে ভাই। তাহলে আমরা অর্থাৎ ছেলেরা বেশ উপকৃত হবো আর কি🤣।
ভাইয়া ছেলে মেয়ে উভয় আছে শীতকালে গোসল কম করে। আর কে বলেছে গোসল না করলে ত্বক ভালো থাকে।
এটা একটা কথার কথা এবং এটা অনেকেই বলে। তবে মেয়েরা শীতকালে গোসল খুব কম করে। এটা একেবারেই বাস্তব।
ভাই বর্তমানে যত ইউটিউবার সকলেই কিন্তু জেন্স পার্লার দিচ্ছে কেউই কিন্তু লেডিস পার্লার দিচ্ছে না। তার মানে ছেলেরা এখন পার্লারে বেশি যায়।
লেডিস পার্লার তো আনাচে-কানাচে ভরা। তাই জেন্টস পার্লার দিয়ে ছেলেদেরকে আকৃষ্ট করার চেষ্টা আর কি।
হাহাহা! একদম ঠিক বলেছেন ভাই 🤣🤣