আসলে বছরে একবার পুরো শরীর চেক-আপ করাটা সবারই উচিত। আর বয়স্কদের জন্য তো এটা আরও বেশি জরুরী। দক্ষিণ কোরিয়াতে থাকতে কোম্পানি থেকেই আমাদের পুরো শরীর চেক-আপ করাতো বছরে ১ বার। যাইহোক দোয়া করি আপনার জেঠামশাই এর বাম চোখের ছানির অপারেশন সফল হোক। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।