তবে এইটা অনেক মর্মান্তিক ছিল যা বুঝলাম, কারণ একই দিনে ৪ টা গ্রাম, আর এইসব ধস তো বেশিরভাগই গ্রামের দিকে নদীর সাইটে হয়ে থাকে।
ব্যাপারটা জেনে সত্যিই ভীষণ খারাপ লাগলো দাদা। সরকারের উচিত ছিলো সেসব গ্রামের মানুষদেরকে নিরাপদ আশ্রয়ে রাখা। মাঝেমধ্যে ভাবলে অবাক হয়ে যাই,প্রযুক্তি এতোটা উন্নত হলো,কিন্তু প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস কেনো সঠিকভাবে দিতে পারে না ভারত কিংবা বাংলাদেশে। অথচ জাপানে কি পরিমাণে ভূমিকম্প হয় সেটা আমরা সকলেই জানি। তবে তারা বেশিরভাগ সময়ই সঠিক পূর্বাভাস দিতে সক্ষম হয়। দক্ষিণ কোরিয়াতে থাকতে শীতকালে সবসময় ওয়েদার রিপোর্ট দেখে বের হতাম। কারণ সেখানে তো প্রচন্ড শীত। তো তাদের ওয়েদার রিপোর্ট একেবারে পারফেক্ট হয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।