এখনকার দিনের বেশিরভাগ মানুষ লোক দেখানো কাজ বেশি বেশি করে। প্রকৃতপক্ষে তাদের আসলে কাউকে উপকার করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। বরং যা করে শুধুমাত্র সুনামের আশায় করে। যাইহোক এই ধরনের কাজ দেখলে আসলেই খুব খারাপ লাগে। যে বা যারা এই নিকৃষ্ট কাজটা করেছে, তাদেরকে যদি জোর করে এভাবে পানি খাওয়ানো যেতো,তাহলে খুব ভালো হতো। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।