You are viewing a single comment's thread from:

RE: কবিতা "আমার ক্যালেন্ডার এখন মৃত্যু উপত্যকা"

in আমার বাংলা ব্লগ6 months ago

দাদা আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবুও বলবো এই কঠিন সময়ে আপনার মন অনেক শক্ত করতে হবে। কারণ আপনি ভেঙে পরলে, আন্টি সহ পরিবারের সবাই আরও বেশি ভেঙে পরবে। যদিও এই মুহূর্তে মন শক্ত করাটা খুব কঠিন। আসলে আমাদের জীবনটা একেবারে অদ্ভুত। চোখের সামনে পরিবারের একের পর এক সদস্য আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চলে যায়। আমাদের আসলে কিছুই করার থাকে না। এভাবে আমরাও একদিন পৃথিবী থেকে চিরতরে বিদায় নিবো। কারণ মৃত্যু হচ্ছে চিরন্তন সত্য। তবে আপনার বাবা বেশ পরোপকারী মানুষ ছিলেন, সেটা আপনার পোস্টের মাধ্যমে জানতে পেরেছিলাম। ভালো মানুষগুলো পৃথিবী থেকে খুব তাড়াতাড়ি বিদায় নেয়। আঙ্কেল যেনো ওপারে খুব ভালো থাকেন,সেই কামনা করছি। যাইহোক এতো কঠিন সময়েও আমাদের সাথে কবিতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93785.26
ETH 3367.35
USDT 1.00
SBD 3.26