এখানে এসে মনে পড়ে গেল হীরার কথা তাই আমি একটু হীরা খোঁজার চেষ্টা করলাম কিন্তু এত পরিমানে কালি এখানে ছিলো যে হীরা তো খুঁজা দূরের কথা কয়লাতে হাত দিতে পারলাম না 😁😁😁।
দাদা পরবর্তীতে হীরা পেলে আমাকে একটু জানাবেন, তাহলে আমিও খুঁজবো 😂। যাইহোক বাসায় এমন আয়োজন করলে প্রচুর আনন্দ করা যায় এবং বেশ তৃপ্তি সহকারে খাওয়া যায়। আমাদের বড় দাদা সেজন্যই আপনাদেরকে এমন চমৎকার আইডিয়া দিয়েছিল। বারবিকিউ পার্টি করতে ভীষণ ভালো লাগে আমার। এবছর শীতে দুইবার বারবিকিউ পার্টি করেছিলাম আমরা। তবে নিলয় দাদার মুখে রুচি ছিলো না বলে একেবারেই খেতে পারলো না,এটা জেনে ভীষণ খারাপ লাগলো। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।