বাহ্! চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন দাদা। আসলে নিজের উপার্জন দিয়ে কিছু করতে পারলে মনের মধ্যে অন্যরকম শান্তি কাজ করে। নিলয় দাদার বাইকটি আসলেই খুব সুন্দর। বাইকে নাম্বার প্লেট লাগালে,নিলয় দাদা তো মনে হয় সারাদিনই ঘুরবে বাইক নিয়ে। যাইহোক বাইক কেনা উপলক্ষে নিলয় দাদা বারবিকিউ পার্টি দিয়েছিল বাসায়, এটা জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো। আমাদের বড় দাদা সহ, আপনারা সবাই মিলে বেশ মজা করেছিলেন মনে হচ্ছে। যাইহোক সেগুলো পরবর্তী পর্বে জানতে পারবো আশা করি। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।