You are viewing a single comment's thread from:

RE: এবিবি-ফান প্রশ্ন- ২৫৫ | আপনার জীবন থেকে কিছু ডিলিট করার ক্ষমতা থাকলে কি ডিলিট করবেন ?

in আমার বাংলা ব্লগlast year

আপনার জীবন থেকে কিছু ডিলিট করার ক্ষমতা থাকলে কি ডিলিট করবেন ?

ক্লাস নাইন থেকে মাঝেমধ্যে রাতেরবেলা ঘুম থেকে উঠে অদ্ভুত আচরণ করি আমি। কিন্তু আমার কোনো কিছুই মনে থাকে না সকালবেলা। আগে আম্মু বলতো এগুলো সকালবেলা, আর এখন বউ বলে। হুজুরের কাছ থেকে তাবিজ এনে কোমড়ে বেঁধে রাখি সবসময়। ২/৩ বছর পরপর তাবিজ পরিবর্তন করি। হুজুর বলেছে আমার সাথে নাকি পরী আছে😂। তো সেই পরীটাকে ডিলিট করতে চাই🤣। তাহলে শান্তিতে ঘুমাতে পারতাম।

Sort:  
 last year 

কি বলেন ভাই? আমি এতো চেষ্টা করতেছি জীবন একটা পরী সাথে দেখা করার । আর আপনি পরী ত্যাগ করতে যাচ্ছেন।

 last year 

ভাই পরী তো ঘুমাতে দেয় না মাঝেমধ্যে। তাই পরিত্যাগ করতে চাচ্ছি। এটা কিন্তু একেবারে সত্যি ঘটনা ভাই।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.26
JST 0.039
BTC 94402.42
ETH 3389.01
USDT 1.00
SBD 1.79