You are viewing a single comment's thread from:
RE: গল্পলেখাঃ- চির দুঃখী সুমির ভালবাসার গল্প। (১ম পর্ব)।
আগের দিনে বেশিরভাগ শিক্ষকদের পরিবারে কিছুটা অভাব ছিলো। তবে শিক্ষকতা পেশাটা নিঃসন্দেহে খুব সম্মানের। এমন বয়স্ক একজন লোককে বিদেশ পাঠানো মোটেই উচিত হয়নি। যাইহোক আসল কথা যার যেখানে মৃত্যু লেখা থাকবে সেখানেই হবে। তবে রুমির হাসবেন্ড আসলেই খুব ভালো। সেজন্য রুমির এক ভাইকে নিজের বাসায় রাখে এবং এক ভাইকে বিদেশ পাঠিয়ে দেন। সবকিছু মোটামুটি ঠিকঠাক চলছিলো। কিন্তু সুমির কপালে কি আছে, সেটা জানার আগ্রহ অনেকাংশে বেড়ে গিয়েছে। আসলে প্রেম ভালোবাসা বয়স দেখে হয় না। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।
একদম ঠিক বলছেন বয়সের চাপ টেনশন সবকিছু মিলিয়ে অবশেষে মৃত্যু হয়ে গেল। ভালো লাগলো আমার পোস্ট পড়লেন। আপনাদের সাথে আরো বিস্তারিত শেয়ার করব পরে ধন্যবাদ।