RE: বিজ্ঞানভিত্তিক সিরিজ || নিকোলা টেসলা (২য় পর্ব)
নিকোলা টেসলা এর ব্যাপারে এর আগের পর্বে কিছুটা জেনেছিলাম। তিনি ছিলেন সেই সময়কার খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী। তাইতো থমাস এডিসনের মতো এতো গুণী বৈজ্ঞানিকও তার দ্বারপ্রান্তে গিয়েছিলেন, ডিসি কারেন্টের বিভিন্ন ধরনের জেনারেটরের সমস্যার সমাধান করতে এবং তিনি সফলও হয়েছেন। তবে থমাস এডিসন নিকোলা টেসলা এর প্রাপ্য অর্থ না দিয়ে খুবই জঘন্য একটি কাজ করেছেন। তবে ২০১৮ সালে ডক্টর ট্রেইলার নিকোলা টেসলার একটি পরীক্ষা আবার নিজস্বভাবে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নিকোলা টেসলার রিসার্চ পেপার এবং অন্যান্য জিনিস কিভাবে চুরি হলো এবং কে চুরি করেছে সেটা জানার আগ্রহ বেড়ে গেল। এই সিরিজটি আমার কাছে খুব ভালো লাগছে ভাইয়া। আপনার অসুস্থতার জন্য দ্বিতীয় পর্ব শেয়ার করতে দেরি হয়েছে। আশা করি পরের পর্ব খুব শীঘ্রই শেয়ার করবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবেন সবসময়।
ধন্যবাদ আপনাকে ভাই, তারাতারি পরবর্তী পর্ব নিয়ে আসবো।