বাহ্! বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন দাদা। ডাব চিংড়ি রেসিপির নাম অনেক শুনেছি, তবে কখনো খাওয়া হয়নি। প্রথম বার এই রেসিপিটা বাসায় তৈরি করলেও,রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছে। দেখেই বুঝতে পেরেছি এই রেসিপি তৈরি করতে কতোটা ঝামেলা। তবে আপনার মতো আমারও কিছু খেতে ইচ্ছে করলে, অবশ্যই খেতে হয়। সেটা নিজে তৈরি করে হোক কিংবা রেস্টুরেন্ট থেকেই হোক না কেনো। মাত্র ১৫ মিনিটের মধ্যেই ডাব ডেলিভারি দিয়ে গেলো বাসায়, এই ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার কাছে। রেসিপির কালারটাও চমৎকার এসেছে। বাগদা বা গলদা চিংড়ি খেতে এমনিতেই দারুণ লাগে। যাইহোক বাসায় বাগদা বা গলদা চিংড়ি ছিলো না বলে,হর্ণে চিংড়ি দিয়ে রেসিপিটা তৈরি করেছেন তাহলে। এই পোস্টটি দেখে ডাব চিংড়ি রেসিপি কিভাবে তৈরি করতে হয়, সেটা শিখতে পারলাম। এই রেসিপিটা বাসায় ট্রাই করতে হবে। যাইহোক এমন ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।