আসলেই দাদা পেঁপের প্রচুর গুণাগুণ রয়েছে। আর গরমের সময় পেঁপে এবং লাউ খেতে দারুণ লাগে। কারণ এগুলো হচ্ছে ঠান্ডা জাতীয় সবজি। আমি পেঁপে ভাজি,পেঁপে দিয়ে মাছের ঝোল এবং মুরগি দিয়েও পেঁপে রান্না খেয়েছি। পেঁপে যেকোনো ভাবে খেতেই দারুণ লাগে। তাছাড়া পাকা পেঁপে তো আরও বেশি সুস্বাদু লাগে খেতে। যাইহোক বাটা মাছের বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন দাদা। বাটা মাছ খুব স্বাদের একটি মাছ। বাটা মাছ এভাবে ভেজে, যেকোনো সবজি দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। রেসিপির কালারটাও চমৎকার এসেছে। দেখেই বুঝা যাচ্ছে রেসিপিটা খেতে খুবই ইয়াম্মি লেগেছিল। রেসিপিটা দেখে আসলেই খুব ভালো লাগলো দাদা। হ্যাঁ দাদা আপনি কচুর মুখী এবং বাটা মাছ দিয়ে তৈরি রেসিপি আগে শেয়ার করেছিলেন আমাদের সাথে। যাইহোক সবসময় এতো মজার মজার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সবসময়।