যদিও প্রতিটা বাংলা শব্দের পরে একটা করে বাড়তি অ, উ, ই যোগ করে - "মু আপনাদেরঅ ড্রাইভারঅ আসুচি ।" এর মানে - "আমি আপনাদের ড্রাইভার এসেছি ।"
দাদা ড্রাইভারের কথাগুলো বেশ উপভোগ করেছেন মনে হচ্ছে 😂। যাইহোক টুরিস্ট সিজনে ভীড় এমনিতেও বেশি হয়। তাই ৪০ কিলোমিটারের রাস্তা যেতে ১.৫ ঘন্টার বেশি সময় লেগেছে। কোনারক সূর্য মন্দিরে ঠিকঠাক মতো পৌঁছাতে পেরেছেন, এটা জেনে খুব ভালো লাগলো দাদা। মিউজিয়ামের ভিতরে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন দাদা। ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে। অনেক সুন্দর সুন্দর মূর্তিও দেখতে পেলাম। সবমিলিয়ে পোস্টটি সত্যিই উপভোগ করলাম দাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।